বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বড় কোনও ঘটনা ঘটেনি। শান্তিপূর্ন ভোট হয়েছে। বাংলার তিন লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এমনটাই জানান মুখ্য নির্বাচন কমিশন।
দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ লোকসভা আসনে শুক্রবার ভোট ছিল। তিন কেন্দ্রেই নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে বাংলার মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) আরিজ আফতাব।
যদিও দার্জিলিং লোকসভা কেন্দ্রের একাধিক বুথে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) (Election Commission of India) আরিজ আফতাব জানান, তিন লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) এদিন ৫২৯৮ পোলিং স্টেশন ছিল। ভোটার সংখ্যা ছিল মোট ৫১১৭৯৫৫ জন। ৯১ লক্ষ ২৩৫ জন নতুন ভোটার ছিল।
পোলিং পার্সোনাল ২৬৪৯০ জন। মোট প্রার্থী ৪৭ ছিল। প্রথম দফার থেকে শিক্ষা নিয়ে এদিন প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়। মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। পাশাপাশি রাজ্য পুলিশকেও মোতায়েন করা হয়। প্রায় ১১ হাজারেরও বেশি পুলিশ ছিল বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)।
অন্যদিকে তিনজন পর্যবেক্ষক ছিল। আয় ব্যয় পর্যবেক্ষক ৪ জন ছিল বলেও সিইও দফতর থেকে জানানো হয়েছে। অন্যদিকে সিইও আরিজ আফতাব জানান, এখন পর্যন্ত ১৪.২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এছাড়া মদ মাদক সহ অন্য দ্রব্য উদ্ধার ২৬৯.৭৩ কোটি বাজিয়াপ্ত হয়েছে। এই বিষয়ে নজরদারি চলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আরিজ আফতাব এদিন আরও জানিয়েছেন, দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ 426টি অভিযোগ জমা পড়েছে।
অন্যদিকে সন্দেশখালি ঘটনা তেমন কিছু জানাননি আরিজ আফতাব। তাঁর কথায়, আমার কাছে কোনও রিপোর্ট আসেনি। তবে স্টেট নোডাল অফিসার আনন্দ কুমার জানিয়েছেন, সন্দেশখালি নিয়ে এসপির কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট আসলে আমরা মুখ্য নির্বাচনী আধিকারিক কে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন আনন্দ কুমার।
অন্যদিকে দেবাশীষ ধর প্রসঙ্গে কমিশন বলে, পূর্ন নির্বাচনের একটা প্রক্রিয়া থাকে। তার মাধ্যমে স্ক্রুটিনি হওয়ার পরেই কোনও সিদ্ধান্ত হয়। এমনকি মনোয়নপত্র জমা সময় একটা প্রক্রিয়া হয়ে থাকে এফিডেভিটের কিছু ত্রুটি ছিল। বলে রাখা প্রয়োজন, বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করা হয়। এরপরেই শুরু হয় জোর রাজনৈতিক তরজা। এই বিষয়ে মুখ খুলল নির্বাচন কমিশন।