বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই নিয়ে দলের অবস্থান স্পষ্ট ছিল না, কিন্তু অভিষেক তা স্পষ্ট করেন।কোনো রাখঢাক না করে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “১৪ই অগস্ট যাঁরা রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক বা না করুক আমি সাধুবাদ জানিয়েছিলাম।
আমি আজও একই কথা বলছি। কারও ভাল লাগতে পারে বা খারাপ লাগতে পারে।” তাঁর স্পষ্ট ইঙ্গিত যে কুনাল ঘোষের দিকে তা সকলেই বুঝেছেন। কিন্তু কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষোভ?
প্রসঙ্গত কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে কুনাল ঘোষ বলেছিলেন, আর জি কর কাণ্ডে যে শিল্পীরা সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন তাদের বয়কট করতে হবে। তার পরেই শিল্পী নগ্নজিতাকে বাদ দিয়ে একটি অনুষ্ঠানে নচিকেতাকে আনার প্রচার করা হয়। এতে ক্ষুব্ধ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কোথায় কাকে নিয়ে গান গাওয়াবে, কখন গাওয়াবে, কে গান গাইবে আমি জোর করে কারও মাথায় চাপাতে চাই না। আমি কোথা দিয়ে হাঁটব-চলব এটা আমার সিদ্ধান্ত। স্বাধীনতা সকলের আছে। উনি বলতে পারেন। পার্টির তরফে কেউ বলেছে? কোনও নোটিস দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বা আমি জেনারেল সেক্রেটারি কিছু বলেছি?”স্বাভাবিক কারণেই চূড়ান্ত অস্বস্তিতে কুনাল। কুনালের নির্দেশে নগ্নজিতাকে বাতিল ঘোষণা করার পরে আবার অভিষেকের নির্দেশ নগ্নজিতা অনুষ্ঠান করেন। ফলে চরম অপমানিত কুনাল ঘোষ।