বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পুলিশমন্ত্রী হিসাবে পুলিশের দিকে অভিযোগ তোলা মোটেই সম্মানের নয়। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মুখ্যমন্ত্রী ওই কথা বলতে বাধ্য হচ্ছেন।

 

বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার শহরের জনবহুল এলাকায় দলীয় কার্যলয়ের কাছেই খুন হন তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। প্রতিদিনের মতো এদিনও ইংরেজবাজার শহরে তৃণমূলের পার্টি অফিসে যান দুলালবাবু। সেখানে কাজকর্ম সেরে নিজের কারখানার উদ্দেশে রওনা হন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৩ বাইকআরোহী। খুব কাছ থেকে মোট চার রাউন্ড গুলি চালায় তারা। তার মধ্যে ৩ রাউন্ড গুলি লাগে দুলালবাবুর শরীরে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরা তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যান। এলাকায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, মালদায় আমাদের নেতা দুলাল সরকার খুন হয়েছেন। পুলিশের গাফিলতিতেই খুন হয়েছে দুলাল। ও আগে পুলিশের নিরাপত্তা পেত। পরে ওর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আমি ববি আর সাবিনাকে মালদায় যেতে বলেছি। তবে এটা রাজনৈতিক খুন না ব্যবসায়ী শত্রুতার কারণে খুন তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *