বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই আলোচনা ও প্রস্তুতি চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত এই প্রকল্প নিয়ে।
২ জানুয়ারী তার উদ্বোধন হয়ে গেলো। ডায়মন্ড হারবারে আজ থেকে শুরু হলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি নতুন স্বাস্থ্য প্রকল্প, ‘সেবাশ্রয়’। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে উপস্থিত হয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় নাগরিকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। স্বাভাবিক কারণেই এই প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। বিশেষ করে শুধুই একটি অঞ্চলে তা চালু হওয়ার জন্য।
সকালেই SDO মাঠে পৌঁছে যান অভিষেক। প্রবল উল্লাস দেখা যায় কর্মীদের মধ্যে। তাকে উত্তরীয় পরিয়ে এবং দেবী সরস্বতীর মূর্তি দিয়ে স্বাগত জানানো হয়। এর পরেই তিনি সরাসরি স্বাস্থ্যশিবিরের ভিতরে প্রবেশ করে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা এবং শিবিরের আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য নেন তিনি। এই
স্বাস্থ্যশিবিরে থাকছে বিনামূল্যে ওষুধ বিতরণ, পরীক্ষার সুবিধা, রেফারেল পরিষেবা, হেল্পডেস্ক এবং অ্যাপভিত্তিক রেজিস্ট্রেশন সিস্টেম, যা মাধ্যমে রিয়েল টাইম আপডেট পাওয়া যাবে। ১১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শিবিরগুলি খোলা থাকবে। এদিন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম। আজ থেকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হলো।”