বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

এখনই অবসর নয়। সমস্ত জল্পনা খারিজ করে এখনও খেলবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন মেরি কম। তবে তাঁর দাবি, মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। বুধবারই অবসরের কথা ঘোষণা করেন ছয়বারের বিশ্ব চাম্পিয়ন মেরি কম। এরপর থেকেই কার্যত একাধিক জল্পনা তৈরি হয়। যদিও সমস্ত জল্পনা খারিজ করে দিয়েছেন তিনি নিজেই।

মেরি কমের দাবি, খেলা থেকে এখনই সন্ন্যাস নেওয়ার কোনও ইচ্ছাই নেই। জল্পনার মধ্যেই মেরি কমের তরফে আজ বৃহস্পতিবার একটি বার্তা দেওয়া হয়। যেখানে তাঁর দাবি, খেলা থেকে অবসর নেওয়ার ইচ্ছা থাকলে আমি নিজে সংবাদমাধ্যমকে জানাব।

তবে মেরি কমের বয়স ইতিমধ্যে ৪০ পেরিয়ে গিয়েছে। ফলে অলিম্পিকে অংশগ্রহণ করতে আর পারবেন না। আর সেই কারনেই অবসরের কথা বুধবার জানিয়েছিলেন বলে দাবি মেরি কমের। কিন্তু মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি। শুধু তাই নয়, অবসরের যাবতীয় জল্পনার বিষয়টি সংবাদমাধ্যম দেখেই জানতে পেরেছেন বলেও ওই বার্তায় জানিয়েছেন মেরি কম।

অর্থাৎ তিনি যে খেলার ‘ময়দানে’ রয়েছেন তা বুঝিয়ে দিয়েছেন ওই বার্তায়। বুধবার সংবাদসংস্থা এনআইএ মেরি কমের অবসরের কথা প্রথম সামনে আনে। এখনও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও কার্যত বয়স এবং অন্যান্য নিয়মের কারণেই অবসরের পথে তাঁকে হাঁটতে হচ্ছে বলেও মন্তব্য করেন বলে দাবি করে সংবাদসংস্থা। আর এরপরেই একাধিক সংবাদমাধ্যম সোনাজয়ী বক্সারের অবসর সংক্রান্ত বিভিন্ন খবর প্রকাশ করতে থাকে।
তবে সমস্ত জল্পনা নিজেই উড়িয়ে দিয়েছেন মেরি কম। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) নিয়ম অনুযায়ী, ৪০ বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতায় লড়াই করার অনুমতি দেওয়া হয়। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যেই এই নিয়ম কার্যকর।

আর সেই নিয়ম অনুযায়ী, মেরি কমের মতো এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসে সোনাজয়ী বক্সারের আন্তজাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব নয়। আর সেই আক্ষেপের কথাই কার্যত উঠে আসে।
গত ২০১২ সালে অলিম্পিকে পদক পান। শুধু তাই নয়, দীর্ঘ কেরিয়ারে রয়েছে রেকর্ডও। তিনি প্রথম মহিলা ছয়বার বিশ্ব চাম্পিয়ন হয়েছেন। যা বক্সিংয়ের দুনিয়ায় ইতিহাস। এমনকি ভারতের প্রথম মহিলা হিসাবে এশিয়ান গেমসে স্বর্ণপদক ছিনিয়ে এনেছিলেন।

আর এই কৃতিত্বের জন্যে ভারত সরকার পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্ম বিভূষণের মতো একাধিক পুরস্কার পান। শুধু বক্সিংয়ে নয়, রাজ্যসভাতেও মনোনয়ন পান মেরি কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *