বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

১০০ দিনের (MGNREGA) কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ! ইতিমধ্যে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এরপরেও কাটেনি জটিলতা। উলটে বকেয়ার দাবিতে ক্রমশ সংঘাত বাড়ছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে।

আর এই আবহে টাকা না পাওয়ার জন্যে রাজ্য সরকারকেই দায়ী করলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোড়েশ্বর পাটিল। পালটা জবাব দিয়েছে তৃণমূলের মন্ত্রীও। কর্মসূচিতে মালদহে এসেছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী।

আর সেখানেই রাজ্যের বকেয়া মেটানোর বিষয়ে কপিল মোড়েশ্বর পাটিলকে (Kapil Moreshwar Patil) প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে তাঁর দাবি, ১০০ দিনের প্রকল্পে (MGNREGA) রাজ্যেরই গাফিলতি রয়েছে। জবাব তাঁদেরকেই দিতে হবে। এরমধ্যে কোনও রাজনীতি নেই। শুধু পশ্চিমবঙ্গের টাকা আটকে রাখা হবে কেন? প্রশ্ন কেন্দ্রীয়মন্ত্রীর। কবে এই টাকা পাওয়া সম্ভব সে বিষয়ে অবশ্য কিছুই জানাতে পারেননি।

ফলে কেন্দ্র-রাজ্য সংঘাত যে আরও বৃহত আকার নেবে তা কার্যত স্পষ্ট। তবে মন্ত্রীর দাবিকে নস্যাৎ করেছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তাঁর দাবি, কেন্দ্রীয় প্রতিনিধি দল অন্তত ৬৮ বার বাংলায় এসেছে। ঘুরে দেখেছেন গোটা অবস্থা। এমনকি যা তথ্য চাওয়া হয়েছিল তা সবটাই দেওয়া হয়েছে।

শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার টাকা আটকে রাখা হয়েছে বলে দাবি রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, উদ্দেশ্যে প্রণোদিতভাবে কেন্দ্রের মন্ত্রীরা রাজ্যের ওপর দায় চাপাচ্ছেন বলেও দাবি তাঁর। বলে রাখা প্রয়োজন, বকেয়া মেটানোর দাবিতে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *