বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোমবার একাধিক কারণেই সংসদের অধিবেশন উল্লেখযোগ্য হয়ে থেকেছে। একদিকে কৃষ্ণনগরের মহুয়া মিত্র প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। আর অন্যদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপি সম্পর্কে তীব্র শ্লেষ ছুঁড়ে দেন।

এই নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদভবন। হিন্দুদের অপমান করে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা, এমনটাই অভিযোগে সরব হয়েছে বিজেপি সহ শরিকি দলগুলি। এই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার তুমুল উত্তেজনা ছড়ায় সংসদে। এরপরই আজ এনডিএ সাংসদদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের রাজনীতি গত কয়েক বছর ধরে ধর্ম নির্ভর হয়ে পড়েছে। কিন্তু পন্ডিতেরা বলেন, ধর্মকে রাজনীতির সঙ্গে মেলালে দেশের সর্বনাশ হবে।

রাহুল গান্ধীর মন্তব্যের পরেই সংসদে বিজেপি সাংসদরা হৈ হুল্লোড় শুরু করে। স্পিকার কোনোভাবে তা নিয়ন্ত্রনে আনেন। গতকাল লোকসভার হই-হট্টগোলের পরই আজ, মঙ্গলবার এনডিএ-র সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী সাংসদদের বলেন যে তাঁরা যেন সংসদের আচরণবিধি অনুসরণ করেন। তাঁদের আচরণ যেন উদাহরণ দেওয়ার মতো হয়, তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী। কেউ যেন রাহুল গান্ধীর মতো ব্যবহার না করেন। বৈঠক শেষে কিরণ রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী আজ আমাদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সংসদে সাংসদরা আসেন দেশের সেবা করতে। তাঁরা যেন সেই বিষয়টিকেই গুরুত্ব দেন। সংসদে কীভাবে কাজ করতে হবে, সেই নির্দেশ দিয়েছেন তিনি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *