বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাংলায় ফ্ল্যাট ও বাড়ি কেনাতে উৎসাহ দিতে রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটিতে কিছুটা ছাড় দিয়েছিলো ।
কিন্তু এখন রাজ্য সরকারের ‘ভাড়ে মা ভাবনী’ অবস্থা। তাই স্ট্যাম্প ডিউটি এবং সার্কেল রেটে যে ছাড় মিলত, সেটা বন্ধ হয়ে গেল। পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের বাজেটে যে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, তা ১ জুলাই থেকে বন্ধ করে দেওয়া হল। অর্থাৎ এবার থেকে আগের হারেই স্ট্যাম্প ডিউটি এবং সার্কেল রেট দিতে হবে। তার ফলে ফ্ল্যাট এবং বাড়ি আরও দামি হয়ে গেল।
এমনিতেই রাজ্য সরকারের আর্থিক তহবিলের অবস্থা খুবই খারাপ। তারমধ্যে দানের রাজনীতি করাতে লক্ষ্মীর ভাণ্ডারের পিছনেই চলে যাচ্ছে কয়েক হাজার কোটি টাকা। এই অবস্থায় রাজ্যের আয় বাড়াতেই হবে। এবার তাই নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল যে ১ জুলাই থেকে আর স্ট্যাম্প ডিউটি এবং সার্কেল রেটের ক্ষেত্রে আর ছাড় (‘ডিসকাউন্ট অফার’) মিলবে না। শুধু তাই নয়, পেট্রোল এবং ডিজেলের বিক্রয় করের উপরেও যে এক টাকা (প্রতি লিটারে) ছাড় দেওয়া হত, সেটাও তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তার ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছ, তাহলে কি রাজ্যের ভাঁড়ারের অবস্থা এতটাই খারাপ যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অর্থের সংস্থান করতে ছাড় তুলে নেওয়া হল? পেট্রোলের দাম বৃদ্ধির পরে স্বয়ং মুখ্যমন্ত্রী এই নিয়ে তীব্র কটাক্ষ করেছিলেন মোদী সরকারের। আর তার পরেই রাজ্যের তরফ থেকে ১ টাকা ছাড় ঘোষণা করেছিলেন। এবার সেটাও তুলি নেওয়া হলো।