বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

সামনেই লোকসভা নির্বাচন! ভোটের মুখে আরও বেশ কয়েকটি রুটে ছুটতে পারে বন্দে ভারত ট্রেন! আর সেই তালিকায় থাকতে পারে বাংলাও। তবে এই বছর ভারতীয় রেল ট্র্যাকে ছুটবে বন্দে ভারতের দুটি সংস্করণ। দেখা যাবে বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো।

চেন্নাইয়ের রেল ফ্যাক্টারিতে এই দুই ট্রেনের নির্মাণ চলছে একেবারে জোরকদমে। যা খবর বন্দে ভারত স্লিপার (Sleeper Vande Bharat Express) কোচের নির্মাণ প্রায় শেষ। ভিতরের কিছু কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক।

আর এরপর থেকে বন্দে ভারত স্লিপারকে (Sleeper Vande Bharat Express) নিয়ে জোর কৌতূহল তৈরি হয়েছে। কবে ভারতীয় রেল ট্রাকে দেখা যাবে এই ট্রেন। এমনকি কোন রুটে প্রথম এই ট্রেন ছুটবে তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও পর্যন্ত কোনও তথ্য সরকারি ভাবে জানানো হয়নি।
তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, প্রথম যোধপুর থেকে দিল্লি এবং মুম্বই রুটে প্রথম বন্দে ভারত স্লিপার চালাতে পারে রেল। ধীরে ধীরে দেশের অন্যান্য রুটেও বন্দে ভারত স্লিপার ট্রেনটি চালানো হবে বলে জানা গিয়েছে।

১৬০ কিমি গতিবেগে ছুটবে
তবে বন্দে মেট্রো কোথায় চালানো হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে রাজ্যের মধ্যেই অর্থাৎ ছোট রুটে বন্দে মেট্রো চালানো হবে বলে ঠিক রয়েছে। আর তা আগামী মার্চ মাসের মধ্যেই চালানো হবে বলেও খবর।
অন্যদিকে দীর্ঘ পথ অর্থাৎ রাতের কথা ভেবেই বন্দে ভারত স্লিপার (Sleeper Vande Bharat Express) এই ট্রেন চালানো হবে বলে জানা গিয়েছে। একেবারে আধুনিক এবং যাত্রী স্বাচ্ছন্দ্যে ঠাসা বন্দে ভারত স্লিপার। শুধু তাই নয়, প্রতি ঘন্টায় ১৬০ কিমি গতিবেগে ছুটবে দেশের নয়া এই ট্রেন। মোট ১৬ টি বগি থাকবে।

বিমানের সুবিধা ট্রেনেও
ইতিমধ্যে ভারতীয় রেল ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত ট্রেন। একদিনের সফরেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত যেতে পাচ্ছে না যাত্রীরা। দেশের বেশির ভাগ বন্দে ভারতে কার্যত সবসময়ই লম্বা থাকে ওয়েটিং লিস্ট। সাধারণের মানুশের আরও সুবিধার কথা ভেবেই বন্দে ভারতের নয়া সংস্করণ (Sleeper Vande Bharat Express) আনতে চলেছে রেলমন্ত্রক।

যে ট্রেনের বিমানের সুবিধা পাবেন যাত্রীরা। যেমন থাকবে ইন্টারকমিউনিকেশন সিস্টেম থেকে ভ্যাকিউম টয়লেট। থাকবে কোচে বিশেষ সফট লাইটের ব্যবস্থ। এমনকি উপরের আসনে উঠতে সিঁড়িও থাকবে বলে জানা গিয়েছে। খাবার-দাওয়ারেও থাকবে এলাহি ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *