বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

টেট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করা হল। সেই আবেদন নিয়ে সরাসরি কলকাতা হাইকোর্টে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সোমবারই হাইকোর্টে এই আবেদন করা হয়েছে। রাজ্যে টেট পরীক্ষা নিয়ে অনেক বছর ধরেই চর্চা চলছে। বিরোধীদের অভিযোগ, টেট পরীক্ষা ঠিক নিয়মে হয় না।

তাহলে পরীক্ষা যখন হচ্ছে তখন কেন পিছিয়ে দেওয়ার দাবি জানানো হচ্ছে? রাজ্য বিজেপির পক্ষ থেকে এই টেট পরীক্ষার নির্ধারিত দিন নিয়েও প্রতিবাদ চলছে। কিন্তু একেবারে সটান কেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও সাংসদ দিলীপ ঘোষ?

আগামী ২৪ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কলকাতায় আসবেন। রাজ্য বিজেপির পক্ষ থেকে কলকাতায় লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী।

আর সেখানেই সমস্যা দেখা দিয়েছে। রাজ্য সরকার ওই দিনেই টেট পরীক্ষা নির্ধারিত করেছে। রাজ্যজুড়ে এই টেট পরীক্ষা হবে। ফলে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। ব্রিগেডে বিজেপির এটা মেগা ইভেন্ট। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও আসছেন শঙ্করাচার্য। সেখানে অনুষ্ঠানে সমস্যা করতেই কি রাজ্য সরকার টেট পরীক্ষার আয়োজন করল?

রীতিমতো এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে উত্তাপ বাড়ছে। ১০ ডিসেম্বর এই টেট পরীক্ষার দিন আগে নির্ধারিত হয়েছিল৷ যদিও পরে সরকার সেই দিন পরীক্ষা বাতিল করে। পরে নোটিশ দিয়ে জানানো হয়, ২৪ ডিসেম্বর ওই টেট পরীক্ষা হবে। এরপরই রাজ্য বিজেপির অন্দরে ক্ষোভ তৈরি হয়েছে। টেট পরীক্ষার দিন ইচ্ছা করে বদল করল রাজ্য সরকার। এমনই অভিযোগ করা হচ্ছে।

এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাংসদ দিলীপ ঘোষ। আগামী ২৪ ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই একই দিনে অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা। ওই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ সাংসদ দিলীপ ঘোষ।

প্রধানমন্ত্রীর জন্য যান-নিয়ন্ত্রণ করবে পুলিশ। ওই দিন অসুবিধায় পরতে পারেন পরীক্ষার্থীরা। মামলা দায়ের করার অনুমতি মিলেছে। অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *