বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

 

 

 

 

আলিপুরদুয়ারে গিয়ে বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে জনসংযোগে বেড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী।সেইসময় রাস্তা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন।আর এর জেরে শনিবার রাতেই রাস্তার কাজ শুরু করে আলিপুরদুয়ার পৌরসভা।

জানা গিয়েছে, আলিপুরদুয়ার পৌরসভার ৩ ও ১৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে প্রায় দেড়শো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে।সেই রাস্তাতেই রয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়।গতকাল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের এই রাস্তা পরিভ্রমন করে রাস্তার পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এরপরই টনক নড়ে পৌরসভার।তড়িঘড়ি রাতেই শুরু করা হয় রাস্তার কাজ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা খারাপ। বর্ষার কারনে আরো শোচনীয় হয়ে ওঠে রাস্তার অবস্থা। বিশেষ করে যারা হেটে কিংবা সাইকেলে করে চলাচল করেন তারাই সবচাইতে বেশী বিপদে পড়ে যান। এই রাস্তার গুরুত্ব অনেক বিশেষ করে এই রাস্তার উপরেই আছে বিশ্ববিদ্যালয়। তাই ছাত্রছাত্রীদের চলাচলে অসুবিধা জানালেন আলিপুরদুয়ারের জেলা আধিকারিক এবং স্থানীয় মানুষ। দিনের পর দিন এই রাস্তার অবস্থা শোচনীয় হওয়ায় ক্ষোভ বাড়ছিল সাধারন মানুষের। তবে সেদিন মুখ্যমন্ত্রীর ক্ষোভের কারন সবার সামনে চলে আসায় তড়িঘড়ি করে শুরু হয়ে যায় রাস্তার কাজ। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই রাস্তার কাজ যত দ্রুত শেষ করতে। এই রাস্তা দিয়ে সাধারন মানুষ যে ক্ষুদ্ব সেটাও কানে গেছে মুখ্যমন্ত্রীর। তাই তিনি নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার কাজ শেষ করতে। তাই তড়িঘড়ি করে শুরু হয়ে গেছে রাস্তার কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *