বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামীকাল দুহাজার চব্বিশ এর লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এই নির্বাচনকে ঘিরে চুড়ান্ত প্রসতুতি চলছে জলপাইগুড়ি জেলাতে।

আর পি এফ এবং পুলিশ তৈরী নিরাপত্তা ঠিকভাবে চালনা করতে। আগামীকাল সকাল পাচটা থেকে শুরু হবে ভোটের আয়োজন। তাই আজকে থেকেই গুছিয়ে তৈরী হচ্ছেন ভোট কর্মীরা। নির্বাচনে যাতে কোনভাবেই অশান্তি সৃষ্টি না হয় সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গতকাল জলপাইগুড়িতে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মনের করা একটি বিবৃতি নিয়ে চাঞ্চল্য তৈরী হয়েছে। দেবরাজ বর্মন অভিযোগ করেছেন সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছে বাজারে। অন্যদিকে তৃণমূল এর জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন সিপিএম এখন চলে যাওয়া দল তাই মাঝে মাঝে ওদের জেগে উঠতে চেষ্টা করে। জলপাইগুড়িতে প্রথম দিককার ভোটকে নিয়ে চারিদিকে তৈরী হয়েছে তোড়জোড়। জেলা সভাপতি এবং তৃণমূল কংগ্রেস এর অন্যতম নেতা সৈকত চক্রবর্তী জানিয়েছেন এবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এর হবে। তাই আমাদের সবাইকে একসাথে ঝাপিয়ে প ড়তে হবে। অন্যদিকে নির্বাচন কমিশন কাল জলপাইগুড়ি শহরের ভোটকে কেন্দ্র করে কঠোরভাবে নিরাপত্তার নির্দেশ দিয়েছে। তারা জানিয়েছে ভোট নিয়ে যেন কোন প্রকারের ছেলেখেলা না হয়। সাধারন মানুষ যাতে নিরাপদে ভোট দান করতে পারেন সেটা দেখা কর্তব্য আমাদের সবার। কালকের ভোট নিয়ে চুড়ান্ত তৈরী সব রাজনৈতিক দলগুলিও একে অন্যের উপরে অভিযোগ জানানো চলছে গতকাল থেকে। তবে এবারে নিরাপত্তা ব্যাবস্থাকে নিয়ে খুশী সব রাজনৈতিক দলগুলিও। সবাই মনে করছেন মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারেন তবেই মনে করা হবে ভোট গ্রহন সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *