বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ সকাল থেকেই প্রথম দফার ভোটগ্রহন জলপাইগুড়ি,কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সকাল থেকেই লোকজন আসতে শুরু করে দিয়েছেন। রোদের তাপ কম থাকায় এদিন সকাল ছটা থেকেই ভোট দিতে মানুষের লাইন দেখতে পাওয়া যায়।

এখনো পযর্ন্ত কোথাও কোন ধরনের ঘটনার খবর পাওয়া যায় নি। জলপাইগুড়ির বিভিন্ন ভোটগ্রহন কেন্দ্রের বাইরে নিরাপত্তা ব্যাবস্থা আটোসাটো রাখা হয়েছে। জলপাইগুড়ির এসি কলেজে এদিন মহিলাদের দীর্ঘ লাইন দেখতে পাওয়া যায় আজকে সকাল থেকে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ির সীমান্তে বহু মানুষ এদিন সকালেই চলে যান ভোটগ্রহন কেন্দ্রে।ছাতা নিয়ে এদিন বহু বয়ষ্ক মানুষকে সকালেই ভোটগ্রহন কেন্দ্রের বাইরে লাইন দিতে দেখতে পাওয়া যায়। ভোটগ্রহন কেন্দ্রের বাইরে যাতে কোথাও কোন ধরনের অপ্রতিকর ঘটনার সৃষ্টি না হয় তার দিকে নজর রাখছে প্রশাসন। এদিন আবহাওয়া সকাল থেকেই পরিষ্কার থাকায় লোকজনের আনাগোনা প্রচুর ছিল। ভোটগ্রহন কেন্দ্রের বাইরে কাউকে ঢুকতে দিচ্ছেন না আধা সামরিক বাহিনীর জওয়ানেরা। ওয়ার্ডের তরফ থেকে একেবারে বয়ষ্কদের জন্য যানবাহনের ব্যাবস্থা করা হয়েছে সব জায়গাতেই। এদিন সকাল থেকেই সব দলীয় কর্মীদের ভোট কেন্দ্রের বেশ কিছু দুরে দাড়িয়ে থাকতে দেখা গেছে।বেশী ভীড় হবার আগেই ভোট দিতে হবে এই মানসিকতা নিয়েই এদিন সকাল থেকেই মানুষ ভীড় করেন ভোটগ্রহন কেন্দ্রের বাইরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *