বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক বুধবার জলপাইগুড়ি বুদ্ধিজীবীরা সাংবাদিক সম্মেলন করে বামপন্থী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট প্রার্থী দেবরাজ বর্মনকে ভোট দেওয়ার আবেদন করলেন নাগরিকদের কাছে ৷
বুদ্বিজীবিদের তরফ থেকে জনসাধারনের কাছে আবেদন করা হয় যাতে তারা সঠিকভাবে সঠিক জায়গাতে ভোট দেন। তারা জানান এই সময় প্রচণ্ডভাবে খারাপ সময় আসছে মানুষের কাছে। সাধারন মানুষ আজকে একেবারেই অসহায় এবং নিরুপায়। তারা এক অন্ধকার জীবনের মধ্যে দিয়ে চলছে। এই জীবন থেকে আলোর মধ্যে আসতে গেলে বামফ্রন্ট কে দরকার। তাই আমাদের সবার কাছে বিনীত আবেদন সিপিএম তথা বামফ্রন্টকে ভোট দিয়ে জয়ী করুন। যাতে সমাজ আলোর দিকে যেতে পারে। দেবরাজ বর্মনকে জয়ী করতে গেলে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। তাই আপনারা সিপিএম কে জয়ী করুন।