বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্ন্যাসী হয়েই কাটিয়ে দিতে চান বাকি জীবনটা! এজন্য ২০০ কোটি টাকা সম্পত্তি দান করে দিলেন গুজরাতের এক দম্পত্তি। শুধু তাই নয়, বিপুল এই সম্পত্তি দান করার জন্য একটি শোভাযাত্রার আয়োজনও করেছিলেন। যা দেখে রীতিমত অবাক সবাই।
গুজরাতের বিত্তশালী পরিবারের সদস্য ভবেশ ভান্ডারী। জৈন ধর্মাবলম্বী। দীর্ঘ বছর নির্মাণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। দীর্ঘ জীবনে কয়েকশ কোটি টাকা রোজগার করেছেন। কিন্তু শান্তির অভাব থেকে গিয়েছে। এবার সেই শান্তির খোঁজে সন্ন্যাস বাকি জীবনটা কাটাতে চান ভবেশ এবং তাঁর স্ত্রী।
যদিও ২০২২ সালে এই দম্পত্তির ১৯ বছরের কন্যা এবং ১৬ বছরের পুত্র সংসারের বাঁধন থেকে নিজেদের মুক্ত করেন। আরামের জীবন ছেড়ে সন্ন্যাস নেন। যেখানে বিলাসিতা বলে কিছু নেই। আছে শুধুই শান্তি। আর সেটাই অনুপ্রাণিত করে গুজরাতের ওই ব্যবসায়ী দম্পত্তিকে। এরপরেই তাঁরাও সংসারের মায়ার জাল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।
আর এহেন সিদ্ধান্তের পরেই সম্পত্তি দান করেন ভবেশ। ফেব্রুয়ারি থেকে সসমস্ত সম্পত্তি দান করে আজ তিনি নিঃস্ব! সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ২২ এপ্রিল পাকাপাকিভাবে সংসারের মায়া থেকে বেরিয়ে পড়বেন ভবেশ এবং তাঁর স্ত্রী।
বের হবেন দেশভ্রমনে। কিন্তু দিন চলবে কীভাবে? যা খবর, বাকি জীবনটা ভিক্ষা করেই কাটাবেন তাঁরা। আর দেশভ্রমনে তাঁদের সঙ্গী হবে খালি দুটি সাদা পোশাক, একটা ভিক্ষাপাত্র এবং ঝাড়ু। খালি পায়েই এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যাবেন ভবেশ এবং তাঁর স্ত্রী। তাঁরা বলছেন, এর মধ্যেই নাকি রয়েছে অবাধ শান্তি। কিন্তু বিপুল বৈভবের জীবনের মায়া কাটিয়ে চলতে পারবেন তো? সেটাই ভাবাচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের।