বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনা। সোমবার রাতে জাজপুর জেলায় একটি সেতু থেকে কলকাতাগামী একটি বাস নিচে পড়লে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয় এবং আহতের সংখ্যা কমপক্ষে ৩৮।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত নটা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে বারামতি ফ্লাইওভারে এই দুর্ঘটনাটি ঘটে। পুরী থেকে বাসটি কলকাতা যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোর বাসটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। বাসটিতে কমপক্ষে ৪২-৪৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরে স্থানীয়রা প্রথম উদ্ধার কাজ শুরু করেন। পরে প্রশাসনিক আধিকারিকরা এসে পৌঁছন। পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছেন জাজপুরের এসপি বিনিত আগরওয়াল।
মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন। পুলিশ জানিয়েছে, কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। ধর্মশালা থানার ইনচার্জ তপন নায়েক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আহতদের ৩৮ জনকে কটক এসসিবি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। চিফ ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার শিবাশিস মোহারানা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের আঘাত গুরুতর।
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বাস দুর্ঘটনায় মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের প্রত্যেকের জন্য তিন লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, বারাবাতি স্ট্রিট এলাকায় যাত্রীবাদী বাস দুর্ঘটনার কথা তিনি পেয়েছেন। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি মৃতদের পরিবারকে সমবেদনা জানান ওড়িশার মুখ্যমন্ত্রী। অন্যদিকে আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।
মৃত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে ওড়িশা প্রশাসনের তরফে পশ্চিমবঙ্গের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।