বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন! সাতদিনও আর বাকি নেই। একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। কিন্তু প্রথম দফার নির্বাচনের আগেইকার্যত বড় সাফল্য! 4,650 কোটি টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। যার মধ্যে শুধুমাত্র 2069 কোটি টাকার ড্রাগ রয়েছে বলে দাবি নির্বাচন কমিশন (Election Commission of India)।

 

অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের (Lok Sabha Election 2024) আশ্বাস দেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। এমনকি মানি পাওয়ারের উপর পদক্ষেপ নেওয়ার কথাও বলেন। আর এরপরেই বড় পদক্ষেপ কমিশনের। নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ১লা মার্চ থেকে এই বিষয়ে অভিযান চালানো হয়। তাতে বিপুল পরিমান ড্রাগ এবং নগদ উদ্ধার হয়।

বিপুল এই অর্থ গত ২০১৯ সালের সংসদ নির্বাচনের সময় উদ্ধার হওয়া ৩,৪৭৫ কোটি টাকারও বেশি বলে দাবি কমিশনের। নির্বাচন কমিশনের এক আধিকারিকের দাবি, গত ১লা মার্চ থেকে প্রত্যেকদিন ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হচ্ছে। মোট ৪,৬৫৮ কোটি টাকা পুনরুদ্ধারের মধ্যে ৩৯৫ কোটি টাকা নগদ। বাকি ৪৮৯ কোটি টাকার বেশি মূল্যের মদ রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে ৪৫ শতাংশ ড্রাহ বাজেয়াপ্ত করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০৬৯ কোটি টাকা বলে দাবি কমিশনের।

আগামী লোকসভা নির্বাচনে নজিরবিহীন ভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে যুক্ত করে নির্বাচন কমিশন (Election Commission of India)। দেশজুড়ে চলে বিশেষ অভিযান। তাতেই এই বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের। এমনকি দেশের ৭৫ বছরের লোকসভা নির্বাচনের ইতিহাসে এই প্রথম ৪ হাজার ৬৫০ কোটি টাকার মতো সর্বাধিক নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে বলেও চাঞ্চল্যকর দাবি নির্বাচন।

আধিকারিকদের দাবি, বিপুল পরিমাণ এই অর্থ এবং ড্রাগ নির্বাচনের আগে ভোটারদে প্রভাবিত করতেই ব্যবহার করা হচ্ছিল বলে দাবি নির্বাচন কমিশনের। আগামীদিনে এই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও বার্তা নির্বাচন কমিশনের।

বলে রাখা প্রয়োজন, আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন (Lok Sabha Election 2024) হবে। আগামী ১লা জুন পর্যন্ত প্রায় সাত্র দফায় দেশজুড়ে নির্বাচন চলবে। ফল প্রকাশ হবে আগামী ৪ জুন। আর তার আগে ‘মানি পাওয়া’র এবং ‘মাসল পাওয়ারে’র বিরুদ্ধে লড়াইয়ে নির্বাচন কমিশনের বড় জয় বলেই মনে করছেন দেশের সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *