বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দীর্ঘ প্রায় তিনদিন ধরে দমদম স্টেশনের নন-ইন্টারলকিং কাজ করা হয়! চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। কিন্তু মিটল না সমস্যা। ফের একবার বিভ্রাটের খবর। দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে।

একই সঙ্গে চলবে আধুনিকরণে কাজও। আর এরফলে টানা ২০ দিন ব্যাহত হবে ট্রেন চলাচল (List of Train Cancelled) । এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানাল পূর্ব রেল। ফলে ফের একবার চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে।

পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে কাজ শুরু হবে। যা চলবে ৭ মে পর্যন্ত। প্রায় ৪৮০ ঘণ্টা ধরে দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। আর এই কাজের জন্য একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে বলে পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি একাধিক ট্রেনের রুট ছোট করা হয়েছে। ঘুরপথে বহু ট্রেনকে চালানো হবে বলেও জানানো হয়েছে রেলের তরফে। ফলে শিয়ালদহের উত্তর শাখায় যাতায়াতকারী যাত্রীরা ভয়ঙ্কর দুর্ভোগের মধ্যে পড়তে চলেছে।

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল থাকবে (List of Train Cancelled) মাঝেরহাট-বারাসত লোকাল, ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ লোকাল বাতিল থাকবে। ট্রেন নম্বর ৩০৩২২ হাসনাবাদ-বিবাদি বাগ ট্রেনটি বাতিল থাকবে। বিবাদি বাগ-কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম-মাঝেরহাট, ৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ লোকালটি বাতিল থাকবে বলে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পাশাপাশি হাসনাবাদ-দমদম, দমদম-ব্যারাকপুর, ব্যারাকপুর-দমদম, দমদম-গোবরডাঙা, ৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ, ৩০৩৩২ হাবরা-মাঝেরহাট, ৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা, ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর সহ একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, মোদী সরকারের আমলে রেলের ব্যাপক (List of Train Cancelled) উন্নয়ন কাজ চলছে। স্টেশনের মান উন্নয়ন থেকে শুরু করে ট্রেন পরিষেবায় আরও বদল আনা হচ্ছে। আর সেই লক্ষ্যেই এই কাজ বলে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দুর্ভোগের জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *