বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের প্রচারের উত্তাপ বাড়িয়েছে এনআইএ এসপি ধনরাম সিংয়ের সঙ্গে বিজেপি নেতা জিতেন তিওয়ারির বৈঠকের অভিযোগ। যা নিয়ে সরব তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও ফুটেজ রয়েছে বলে দাবি করার পরই তা প্রকাশের পাল্টা চ্যালেঞ্জ দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা আনলেন চাঞ্চল্যকর অভিযোগ।
অভিষেক এদিন এক্স হ্যান্ডলে এনআইএ-কে ট্যাগ করে লেখেন, নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর ২৬ মার্চ কলকাতায় এনআইএ-র এসপির বাসভবনে গিয়ে বিজেপি নেতা জিতেন তিওয়ারি বৈঠক করেছিলেন কিনা তা স্পষ্ট করা হোক। জিতেন পার্সেল নিয়ে ঢুকলেও খালি হাতে বের হন বলে দাবি অভিষেকের।
এই মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী ডেবরায় বলেন, যে রেজিস্টার দেখানো হচ্ছে সেখানে ২৮টি টাওয়ার আছে। তাছাড়া এই রেজিস্টার বানানো হতে পারে। যে হাতের লেখা দেখানো হচ্ছে, তা জিতেন তিওয়ারির নয়। আমরা তা জানি, কারণ তিনি আমাদের কলিগ।
এরপরই শুভেন্দু ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেককে। তিনি বলেন, ফুটেজ প্রকাশ করা হোক। আমাদের কাছেও ফুটেজ আছে। ক্যামাক স্ট্রিটে ভাইপোর অফিসে রাজ্যের অপসারিত ডিজি, মুখ্য সচিবরা হাটবারে বৈঠক করতে যান। আমরাও সেই ফুটেজ প্রকাশে প্রস্তুত।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সাংসদ দীপক অধিকারী (দেব) মিথ্যা কথা বলছেন বলেও দাবি শুভেন্দুর। দেবের বিরুদ্ধে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ। কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে হিরণকে দেখা গিয়েছিল। শুরু হয়েছিল তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা।
এই বিষয়েও এদিন আলোকপাত করেন শুভেন্দু। তিনি বলেন, হিরণকে ডেকে পাঠানো হয়েছিল অজিত মাইতিকে দিয়ে। আমাকে তখনই হিরণ তা বলেছিলেন। আমি তাঁকে বলি গিয়ে ওঁদের বক্তব্য শুনে আসতে। হিরণ গিয়েছিলেন ক্যামাক স্ট্রিটের অফিসে। সেখানে দেবের নিন্দা করে কী বলা হয়েছিল তার ফুটেজও রয়েছে। হিরণ আমাকে সেগুলি দিয়েছেন। ফলে আপাতত ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ ও পাল্টা চ্যালেঞ্জ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
ভূপতিনগরে এনআইএ-র উপর হামলা থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে শুভেন্দু নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর আগে উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। তাঁর নাম ধরে যেদিন মমতা আক্রমণ করবেন, সেদিন হাটে হাঁড়ি ভাঙার হুঁশিয়ারিও দেন শুভেন্দু।