বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরকে বারে বারে দেখা গিয়েছে তৃণমূলের অন্দরমহলে। তবে নির্বাচনের পর থেকে সেখানে কোথাও যেন ভাঁটা পড়ে। তাঁর সংস্থা আইপ্যাক তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও, তিনি নিজে কার্যত আলাদা হয়ে যান।

নির্বাচন কমিশন দেশে নির্বাচন ঘোষণার আগে প্রশান্ত কিশোর ভবিষ্যদ্বাণী করেছিলেন এবার বাংলা থেকে বিজেপি আগেরবারের থেকে ভাল ফল করবে। অন্যদিকে তিনি বলেছিলেন বিজেপি কোনওভাবেই সারা দেশে তাদের টার্গেট ৩৭০ -এ পৌঁছতে পারবে না।

ভোট কুশলী ফের বাংলা নিয়ে মন্তব্য করলেন। এবার তিনি বললেন, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় বৃহত্তম দল হতে চলেছে। প্রসঙ্গত, ২০১৯-এর নির্বাচনে বিজেপি বাংলা থেকে ৪২ টি আসনের মধ্যে ১৮ টি দখল করে। এবার তাদের লক্ষ্য হল ৩৫ টি আসন দখল করা।

সংবাদ সংস্থা এএনআইঃএর সঙ্গে কথা বলার সময় প্রশান্ত কিশোর বলেছেন, তেলেঙ্গানায় বিজেপি প্রথম না দ্বিতীয় হবে সেটা বড় বিষয় নয়। কিন্তু ওড়িশায় বিজেপি প্রথম হবে। বাংলাতেও তারা এক নম্বর দল হবে। তবে সবই সম্ভাবনা ময় বলেও মন্তব্য করেছেন তিনি।

সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, তালিনাড়ুতে বিজেপি যদি কোনও আসন না পেয়েই ভোট শতাংশের নিরিখে দুই অঙ্কে পৌঁছে যায়, তাহলে সেটিও একটি তাৎপর্যপূর্ণ হবে। তিনি বলেছেন, ওড়িশায় তারা ইতিমধ্যেই একনম্বরে রয়েছে। তবে বাংলার জন্য অনেকেই বিরোধিতা করলেও তিনি ভবিষ্যদ্বাণী করছেন, এবার বিজেপি তৃণমূলের থেকে সম্ভাবনাময়। তিনি বলেছেন, বাংলা থেকে বিজেপির পক্ষে আশ্চর্যজনক ফলে জন্য তৈরি থাকুন।

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত মাসে অমিত শাহ দাবি করেছিলেন, বিজেপি বাংলায় ৪২ টি আসনের মধ্যে ২৫টির বেশি জিততে যাচ্ছে। সঙ্গে তিনি বলেছিলেন, এব্যাপারে উচ্ছ্বাসের প্রয়োজন নেই। বিজেপি ২৫ টির বেশি আসন জিততে যাচ্ছে। এটা একটা বস্তবতা।

গত ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল ৪৩.৩ শতাংশ ভোট পেয়ে ২২ টি আসন পেয়েছিল। অন্যদিকে বিজেপি ৪০-.৭ শতাংশ ভোট পেয়ে ১৮ টি আসন দখল করেছিল। আগের নির্বাচন থেকে ওই নির্বাচনে বিজেপির ভোট শতাংশে বৃদ্ধি হয় ২৩ শতাংশের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *