বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: রবিবার কংগ্রেস লোকসভা নির্বাচনের জন্য আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করল। এই তালিকায় রয়েছে চারজনের জনের নাম। চারজনই পশ্চিমবঙ্গের। তবে তারা এখনও মথুরাপুর থেকে কাউকে প্রার্থী করেনি। তবে তারা ঘাটালে প্রার্থী দিয়েছে। জয়নগর ও কাঁথি আসনে আসনে অবশ্য এখনও বাম-কংগ্রেস কেউই প্রার্থী দেয়নি।

কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তরফে বনগাঁ সংসদীয় আসনে প্রার্থী করা হয়েছে প্রদীপ বিশ্বাসকে। উলুবেড়িয়া থেকে প্রার্থী করা হয়েছে ছাত্র নেতা আজহার মল্লিককে। অন্যদিকে ঘাটাল থেকে প্রার্থী করা হয়েছে পাপিয়া চক্রবর্তীকে। এছাড়াও মুর্শিদাবাদের ভগবানগোলায় উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে অঞ্জু বেগমকে।

শনিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মথুরাপুর থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে শরৎচন্দ্র হালদারের নাম ঘোষণা করেন। তবে এর পরেই কংগ্রেসের একটি অংশের তরফে অসন্তোষ প্রকাশ করা হয়। কংগ্রেসের ওই অংশের দাবি, মথুরাপুর থেকে তারা লড়াই করার ব্যাপারে সিপিআইএমকে জানিয়েছিল।

এদিন কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরে দেখা যাচ্ছে বামেদের আগে থেকেই ঘোষণা করে দেওয়া ঘাটাল আসনে সিপিআই-এর তপন গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে কংগ্রেস। একইরকমের আরেকটি আসন হল ১৯ এপ্রিল নির্বাচন হতে যাওয়া কোচবিহার। প্রসঙ্গত ঘাটালে প্রার্থী বাম শরিক সিপিআইএ-র আর কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের। ফলে তারা যে এর তীব্র বিরোধিতা করবে কিংবা করছে তা আর বলার অপেক্ষা রাখে না।

বামেদের শীর্ষ নেতৃত্বের একাংশের আশঙ্কা মালদহ-মুর্শিদাবাদের ভোট মেটার পরে শেষ দুইদফায় এইরকম আরও কিছু আসনে জটিলতা বাড়তে পারে। তবে বামেরা আসন সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কথা কোনওভাবেই ভাবছে না বলে জানা গিয়েছে।

সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় ইন্ডিয়া কিংবা বাম-কংগ্রেস জোটের নামে ভোট চাইবে না। বিভিন্ন জায়গায় যৌথভাবে নেতা প্রচারে নেমেছেন। কিন্তু কোথাও জোটের নামে ভোট চাওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *