বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আইপিএলর মানে শুধু চার-ছক্কার বন্যা বা খেতাব জয়ের লড়াই নয়। একইসঙ্গে চলমান থাকে রেকর্ড বুকের খাতাও। রেকর্ড হয় তা ভেঙে যায়। চলতি আইপিএলে নতুন রেকর্ড সৃষ্টি করলেন আনরিখ নরকিয়া, তবে সেটা লজ্জার। দিল্লি দলের নির্ভরযোগ্য এই পেসার রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে নজির সৃষ্টি করলেন। তবে সেটা গৌরবের হল না।
দিল্লির পেসার আনরিখ নরকিয়া রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের আইপিএল ম্যাচের শেষ ওভারে ৩২ রান খরচ করলেন। নরকিয়া ৪ ওভারে ৬৫ রান দিয়ে ২ উইকেট পেলেন। ফলস্বরূপ চলতি মরশুমের আইপিএলে সবচেয়ে ব্যয়বহুল বোলিং স্পেলটি করলেন দিল্লি দলের পেসার।
দিল্লির পেসার আনরিখ নরকিয়া মু্ম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে ৩২ রান খরচ করলেন। শেফার্ড প্রথম বলে তাঁকে চার মারেন। পরের তিনটি বলে ছক্কা হাঁকান, পঞ্চম বলে ৪ এবং শেষ বলে ৬ রানে। এক ওভারেই তুলে নেন ৩২ রান।হার্দিক আউট হওয়ার সময় দিল্লি ১৮১/৫ ছিল। বাকি ১৩ বলে রোমারিও শেফার্ড টিম ডেভিডের সঙ্গে পার্টনারশিপে ৫৩ রান যোগ করে যান, সবমিলিয়ে নিজের বিস্ফোরক ইনিংসে শেফার্ড তিনটে বাউন্ডারি, চারটে ওভার বাউন্ডারি হাঁকান।
এখনও পর্যন্ত চলতি আইপিএলে এক ওভারে সব থেকে ৱান খরচ করা বোলারদের মধ্যে শীর্ষে ছিলেন কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার। কেকেআর স্পিনার দিল্লির বিরুদ্ধে ২৮ রান দিয়েছিলেন ১ ওভারে। সিএসকের মুকেশ চৌধুরি ১ ওভারে হায়দরাবাদের বিরুদ্ধে ২৭ রান খরচ করেছিলেন। তবে সবাইকে রবিবার ছাপিয়ে গেলে নরকিয়া।
আইপিএলের ইতিহাসে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি হর্ষল প্যাটেলের। ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলার সময় চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ম্যাচে তিনি ৩৭ রান দেন। একইভাবে, প্রশান্ত পরমেশ্বরনও কোচি টাস্কার্স কেরালার হয়ে খেলার সময় আরসিবির এর বিরুদ্ধে ১ ওভারে রান দেন।
অন্যদিকে রেকর্ড গড়েছেন রোহিত শর্মাও।১ রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া হলেও বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন হিটম্যান। আইপিএলে দিল্লির বিরুদ্ধে মাত্র দু’জন ব্যাটার ১০০০ রানের বেশি করেছেন। এত দিন সেই তালিকায় একাই ছিলেন বিরাট। এ বার যোগ দিলেন রোহিত।