বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তুফানগঞ্জের নির্বাচনী মঞ্চ থেকে আক্রমণাত্মক মেজাজে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করলেন তিনি। উত্তরবঙ্গের মাটি থেকে নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও।

রাজ্যের তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে তিনি ছিলেন। সেই পদ ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক কেন্দ্র থেকে তিনি ভোটে লড়ছেন। তাঁকেও এবার নাম না করে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো।

জনগণের আদালতে আপনার বিচার হবে। এমনই আওয়াজ তুললেন তৃণমূল নেত্রী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম তিনি মুখে নেননি। বক্তব্যের শুরুর দিকেই তৃণমূল নেত্রী বলেন, “কোর্টকেও ম্যানেজ করে নিয়েছে ওরা। আপনি বিচার করে অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। জনগণের আদালতে আপনার বিচার হবে।”

তমলুকের বিজেপি প্রার্থীকে আক্রমণ। তৃণমূলের যুব নেতাকে তমলুকে তাঁর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে। সেই কথাও জানিয়েছেন মমতা। এর আগে এভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে নিশানা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়৷
প্রার্থী হওয়ার পর থেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করছেন। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সহ একাধিক বিষয়কে নিয়ে আক্রমণাত্মক হয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব সম্পর্কেও নাম না করে কটাক্ষ করেছেন প্রাক্তন বিচারপতি। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় আসরে নামলেন। তিনি নাম না করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন।

গতকাল তৃণমূলের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশীথ অধিকারীকে আক্রমণ করেছিলেন। তুফানগঞ্জের সভা থেকেও একইভাবে নিশানা করলেন নিশীথকে। “আমরা শাহজাহান, আরাবুলকে গ্রেফতার করেছি। ওরা এক গুন্ডাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছে।” এমনই বক্তব্য রেখেছেন তৃণমূল নেত্রী

বিজেপি হল ওয়াশিং মেশিন। তৃণমূল যাদের তাড়িয়ে দেয়, বিজেপি তাদের দলে নেয়। এমনই বক্তব্য ফের রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *