বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বৈশাখ এখনও আসে নি। অথচ বেশ কয়েকটা কাল বৈশাখী ইতিমধ্যে হয়ে গেছে। আর তার পরেই প্রবল তাপ প্রবাহ। বিশেষ করে দক্ষিণবঙ্গ জ্বলছে সেই তাপ প্রবাহে। বৃহস্পতিবার দু’এক ফোঁটা বৃষ্টি কোনো কোনো জেলায় হলেও তা গরম আরো বাড়িয়ে দিয়েছে।

 

তবে এরই মধ্যে খানিক স্বস্তির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। একটি অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর। অপরটি রয়েছে অসম এবং সংলগ্ন এলাকার উপরে। যার জন্য বৃষ্টির পূর্বাভাস আছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও শনিবার থেকে টানা তিনদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এরপর রবিবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। এই চার জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ও উঠতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিতে সাময়িক কিছুটা স্বস্তি মিললেও তাপপ্রবাহ এখনই পিছু ছাড়বেনা। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *