বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তুফানগঞ্জের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে প্রবল আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ইস্যু থেকে নাগরিকত্ব আইন, একাধিক বিষয়ে প্রশ্ন তুললেন তিনি। বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী।
বিজেপি বরাবর বাংলায় আবাস দুর্নীতি নিয়ে বক্তব্য রাখে। তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিজেপিকেই পাল্টা নিশানা করলেন। কত দুর্নীতি হয়েছে রাজ্যে? বিজেপি সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে দুর্নীতির পরিমাণ অনেক বেশি। একথাও দাবি করলেন তিনি।
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়েও কড়া মন্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী এদিন বলেন, ” প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেননি। চা বাগানের ১০ লক্ষ মানুষকে বিপদে ফেলেছেন। ঝড়ে যাদের বাড়ি ভেঙেছে, তাদের নাম আবাসের তালিকায় ছিল৷ বাড়ি পেলে আজ ওদের এই দুর্দশা হত না।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ” আপনারা বাংলাকে ঘৃণা করেন। আপনারা বাংলাকে বঞ্চিত করে রেখেছেন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অত্যাচার করছেন।”
সিএএ নিয়ে একই রকম মন্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব আবেদন করতে বারণ করলেন তিনি। তৃণমূল নেত্রী এদিন বলেন, “সিএএ, এনআরসি করতে দেব না। সিএএ আবেদন করলেই আপনি বিদেশি হয়ে যাবেন। আমার বাবার তো সার্টিফিকেট নেই। আপনাদের কী করে থাকবে? ”
বিজেপি দেশ বেচে দিচ্ছে। গণতন্ত্র বলে কিছু থাকছে না। বিজেপিকে যাতে ভোট দেওয়া না হয়। সেই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে। সেজন্য তৃণমূলকেই কেবল ভোট দিন। এমনই আবেদন করলেন তৃণমূল নেত্রী।