বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। তাতে যথারীতি কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে জাতি ভিত্তিক জনগণনার কথাও বলা হয়েছে। অনেকদিন ধরেই কংগ্রেস মোদী সরকারের বিরুদ্ধে এই দুটি ইস্যুতে সরব হয়েছে।
২০২৪-র লোকসভা ভোটের জিতে আসতে এই দুটি বিষয়ে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধী এবং পি চিদাম্বর এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ কিন্তু এখনও সব জায়গায় প্রার্থী ঘোষণা করে উঠতে পারেনি কংগ্রেস।
কংগ্রেস তার ইস্তেহারে পঞ্চ ন্যায়ের কথা বলেছে। এই পঞ্চ ন্যায়ই হবে তাঁদের সরকার গড়ার পাঁচ স্তম্ভ। এই পঞ্চ ন্যায় হল যুবা ন্যায়, নারী ন্যায়, কিষাণ ন্যায়, শ্রমিক ন্যায়, হিসসেদারি ন্যায়। এই পঞ্চ ন্যায়ের কথা মাথায় রেখেই তারা সরকার পরিচালনা করবে বলে জানিয়েছে।
প্রথম থেকেই জাতি ভিত্তিক জনগণনার দাবি জানিয়ে আসছে কংগ্রেস। সেই কথা মাথায় রেখেই ইস্তেহারে জাতি ভিত্তিক জনগণনা করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এতে সমাজের উন্নয়ন কতটা হয়েছে সেটা স্পষ্ট হয় বলে দাবি করেছে কংগ্রেস। কারণ বিজেপি সরকার গোটা দেশের অর্থনৈতিক উন্নয়নের যে দাবি করে আসছে সেটা কোন স্তরে কতটা হয়েছে তা এই জাতি ভিত্তিক জনগণননা করলেই স্পষ্ট হয়ে যাবে।
কংগ্রেসের পক্ষ থেকে মহিেদর উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। সরকারে এলে মহিলাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। সেই সঙ্গে পড়ুয়াদের উন্নয়নেও বিশেষ জোর দেওয়া হয়েছে। গরিব দুঃস্থ পড়ুয়াদের জন্য ব্লকে ব্লকে আবাসিক স্কুল তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে গরিব পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষা লাভ করতে বাইরে যেতে পারে তার জন্য মৌলানা আজাদ স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
কংগ্রেসের ইস্তেহারে সবচেয়ে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থানের বিষয়টি। তাঁরা ক্ষমতায় আসার এক বছরের মধ্যে সব আটকে থাকা পদে নিয়োগ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য স্কুল কলেজে চাকরির ১০ শতাংশ সংরক্ষণ দেবে কংগ্রেস সরকার। তার জন্য প্রয়োজনে সংবিধান সংশোধনও করা হবে।
দিন দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে। নির্বাচনী ইস্তেহার প্রকাশ হলেও এখনও সব জায়গায় প্রার্থী দিতে পারেনি কংগ্রেস। বিশেষ করে অমেঠি কেন্দ্রে এখনও প্রার্থী দিয়ে উঠতে পারেনি কংগ্রেস।
সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। সংখ্যালঘুদের অধিকার যাতে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংখ্যা লঘুরা কী খাবে, কী পরবে, কীভাষায় কথা বলবে সবটাই সুরক্ষিত থাকবে। তাঁদের উপরে কোনও কিছু চাপিয়ে দেওয়া হবে না।