বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: প্রচারে এত টুকু খামতি দিচ্ছেন না সুকান্ত মজুমদার। রবিবার সাত সকালে প্রচারে বেরিয়ে পড়লেন এলাকায়। এর আগে তিনি এলাকার সাধারণ বাজারে গিয়েছিলেন প্রচারে। আজ রবিবার ঘুরে এলেন এলাকার পাইকারি বাজারে।

রবিবার ভোর রাত থেকেই বালুরঘাটের পাইকারি বাজারে ভিড় জমে। ব্যবসায়ীরা জিনিসপত্র কেনার জন্য ভিড় করেন। সেই কথা মাথায় রেখে সুকান্ত মজুমদারও পৌঁছে যান সেখানে। সাত সকালে বিজেপির বিদায়ী সাংসদ তথা এবারেরও প্রার্থী পৌঁছে যান পাইকারি বাজারে।

সুকান্ত মজুমদার পাজামা – পাঞ্জাবিতেই সাধারণত স্বচ্ছন্দ। কিন্তু এদিন ভোরবেলা টিশার্ট আর ট্র‍্যাকশ্যুটে দেখা গেল সুকান্তকে। প্রাত:ভ্রমণ না কি প্রচার? সেই প্রশ্নও করা হয়েছিল সুকান্তকে। ভোরবেলা ভ্রমণের পাশাপাশি প্রচারও করে ফেললেন তিনি।

পাইকারি ও খুচরো ব্যবসায়ীদের সঙ্গে সুকান্ত মজুমদার কথা বলেন। ব্যবসায়ীদের একাধিক সুবিধা অসুবিধার কথা শোনেন বিদায়ী সাংসদ। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিষয় নিয়েও বার্তা দেন তিনি। কৃষক সম্মাননিধি প্রকল্পের কথাও আলোচনা হয়।

নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিকের কথা তুলে ধরেন সুকান্ত মজুমদার। বিজেপিকে ভোট দেওয়ার কথাও তিনি বলেন৷ সরাসরি ভোট চাইলেন বিজেপির জন্য। সাধারণ ব্যবসায়ীরাও তাঁদের সমস্যার কথা বললেন বিজেপি প্রার্থীকে। কথাবার্তায় উঠে এসেছিল সিএএ প্রসঙ্গ। বিভ্রান্তি দূর করার চেষ্টা করেন সুকান্ত।

গরম বাড়তে শুরু করেছে। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ৷ ফলে সাত সকালেই প্রচার শুরু করে দিচ্ছেন রাজনৈতিক নেতা- প্রার্থীরা। উত্তরবঙ্গে ভোট শুরুর দিকেই৷ ফলে দিন আর তেমন বাকি নেই৷ এপ্রিল মাসের শুরুতেই প্রচারে আরও ঝড় উঠবে। এই কথাই মনে করছে ওয়াকিবহাল মহল। মানুষ সঙ্গে আছে তাঁর। জেতার জন্য আশাবাদী সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *