বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: সকালেই প্রচারে নেমে পড়েছেন হুগলি সিপিএম প্রার্থী। ডোর টু ডোর ক্যাম্পেন তো বটেই। এছাড়াও রাস্তায় ঘুরে প্রচার করলেন। হুগলির প্রার্থী মনোদীপ ঘোষ প্রচারে বার্তা দিচ্ছেন। বিজেপি ও তৃণমূল দুই দলের বিরুদ্ধেই তিনি প্রচারে মুখ খুলেছেন।


মার্চ মাসের শেষবেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গত দুদিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা লাফিয়ে বেড়েছে। অস্বস্তিসূচকও বাড়ছে পাল্লা দিয়ে। এই অবস্থায় সকালেই প্রচারে জোর দিচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষও সকালেই প্রচারে বেরিয়ে পড়েছিলেন।

আজ রবিবাসরীয় প্রচারে হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ। হুগলির বাম প্রার্থী নিজ এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন। ভদ্রেশ্বর তেলিনীপাড়া বয়েজ স্কুলের সামনে থেকে শুরু হয় প্রচার। ভদ্রেশ্বরের জি টি রোড, স্টেশন রোড সংলগ্ন ২০ নং ওয়ার্ডের লিচুতলা, বিভিন্ন এলাকায় পথ পরিক্রমা করে প্রচার মিছিল।

ব্যান্ডপার্টি ভাড়া করা হয়েছিল। তবে প্রার্থী পায়ে হেঁটেই ঘুরেছেন তিনি৷ সিপিএমের কর্মী – সমর্থকরা ছিলেন তাঁর সঙ্গে। টোটো চালকদের সঙ্গে কথা বলেন তিনি। পথচলতি মানুষদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন৷ সিপিএম প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলা হয় অন্যদের তরফ থেকে৷

এলাকার বাড়ি বাড়িও যান বাম প্রার্থী৷ তিনি এলাকার বাসিন্দাদের থেকে উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন। রবিবার সকাল থেকেই রোদের তেজ ছিল যথেষ্ট। সে কারণে প্রার্থীর সঙ্গে ছিল ওআরএস। প্রচারের সময় তিনি ওআরএস খেয়েছেন৷ আগামী দিনে আরও গরম পড়বে। তখন প্রচার, সভার চাপ আরও বাড়বে। আর সেজন্যই চলছে আগাম প্রস্তুতি।

প্রচারে তিনি মানুষের কাজ না থাকার বিষয়ে জোর দিচ্ছেন। মানুষের হাতে কাজ নেই। হুগলি নদীর দুই পাড় দিয়ে প্রচুর কলকারখানা বন্ধ। অনেক চটকল বন্ধ হয়ে আছে। অনেক চটকল ধুঁকছে। সরকার এইসব দিকে নজর দিচ্ছে না। শিক্ষা ব্যবস্থাও ক্ষয়িষ্ণু। এইসব কিছুই প্রচারে রেখেছেন বাম প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *