বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোটে বিজেপীকে সাপোর্ট করবার কথা ঘোষনা করলেন বিমল গুরুঙ্গ।আজ তিনি গোর্খা জনমুক্তি মোর্চার এক বিশেষ আলোচনা সভায় এই ঘোষনা করেন।

গত দুদিন আগে রাজু বিস্তার সাথে বিমল গুরঙ্গ এর বৈঠকে ধরে নেওয়া হয়েছিল যে এই ধরনের কিছু ঘটনা ঘটতে চলেছে।আজ সেটা স্পষ্ট হয়ে গেল। বিমল গুরুঙ্গ আজ কোন ধরনের রাখঢাক না করেই ঘোষনা করলেন তিনি এই লোকসভা ভোটে বিজেপীকে সমর্থন করছেন। এদিন বিমল গুরুঙ্গ সাংবাদিকদের জানালেন বিজেপীই একমাত্র দল যারা দেশের মানুষকে স্থায়ী সরকার উপহার দিতে পারে। আর কোন দল সেটা করতে পারবে না। ভারতের মত দেশে বিজেপীর মতন দলের দরকার প্রচণ্ডভাবে। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।বিমল গুরুঙ্গ আরো জানান তিনি চান পাহাড়ের শান্তি ফিরে আসুক। তাই তিনি চান পাহাড়ের শান্তি আসবে। এদিন বিমল গুরুঙ্গ বিজেপীকে সমর্থন করায় পাহাড়ের রাজনীতি এক নতুন মাত্রা নিল। এখন পাহাড় কার দখলে থাকতে পারে সেটা একমাত্র সময় বলে দেবে। কারন এটা এখনই বলা মুষ্কিল পাহাড়ের মানুষ কার কথায় ওঠেন এবং বসেন। এবং পাহাড়ের মানুষ কাকে ভোট দিতে চলেছেন। তৃণমূল অবশ্য বিজেপীর পক্ষে বিমল গুরুঙ্গ এর এই সমর্থন করবার ঘোষনা নিয়ে কোন মন্তব্য করতে চান নি। অবশ্য রাজনীতির দোলাচলে থাকা পাহাড় ঠিক কার পক্ষে কথা বলবে আপাতত সেটা সময় বলে দেবে। তবে আজকের এই ঘোষনায় দার্জিলিং জেলার নির্বাচন যে আকর্ষনীয় পর্যায়ে পৌছে গেল এটা বলার অপেক্ষায় থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *