বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::রাজ্যের আরও দু’টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। এর আগে রাজ্যের ৩৮ টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করা হয়। আজ শনিবার ঝাড়গ্রাম এবং বীরভূম লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এদিনও হেভিওয়েট ডায়মন্ড হারবার এবং আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম জানাতেন পারলেন না শাহ-নাড্ডারা।
পাশাপাশি ওডিশা এবং পাঞ্জাবের একাধিক লোকসভা আসনেও এদিন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির তালিকা অনুযায়ী বীরভূম অর্থাৎ অনুব্রত মণ্ডলের খাসতালুকে শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়বেন অবসরপ্রাপ্ত অফিসার দেবাশিস ধর। দীর্ঘদিন কোচবিহারের পুলিশ সুপার পদে কাজ করেছেন তিনি।
এমনকি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ওই জেলাতেই দায়িত্বে ছিলেন। ভোট পর্বের মধ্যেই ঘটে যায় শীতলকুচির ঘটনা। এরপর রাজ্য পুলিশের এসপি পদের ‘কম্পালসরি ওয়েটিং’-এ পাঠানো হয় ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের এই আইপিএসকে।
শুধু তাই নয়, তদন্তের মুখেও পড়তে হয়। দেবাশিসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পত্তির মামলায় তদন্ত করছে সিআইডি। তদন্তে দেখা যায়, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ব্যাপক ভাবে সম্পত্তি বেড়েছে এই পুলিশ কর্তার। গত কয়েকদিন আগেই পদ থেকে ইস্তফা দেন দেবাশিস ধর।
লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন বলেন জোর গুঞ্জন ছিল। আর সেই কারণে ইস্তফা বলেও শোনা যাচ্ছিল। যদিও ইস্তফা পত্রে ব্যক্তিগত কারনেই ইস্তফা বলে উল্লেখ করে ছিলেন প্রাক্তন এই পুলিশ কর্তা। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। জেলবন্দি কেষ্টর গড়ে শুভেন্দু-সুকান্তদের তাস দেবাশিস ধর।
অন্যদিকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে চিকিৎসক প্রণত টুডুকে। দীর্ঘদিন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিয়োলজি বিভাগের চিকিৎসক হিসাবে কাজ করেছেন।
গত কয়েকদিন আগে হঠাত করেই সরকারি চিকিৎসক পদ থেকে ইস্ফফা দেন প্রণত। প্রার্থী হিসাবে তাঁর নামও শোনা যাচ্ছিল। উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যের মোট ৪০ টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। সূত্রে খবর, খুব শীঘ্রই বাকি দুই কেন্দ্রেও প্রার্থীর নাম সামনে আনা হবে।