বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: ফের শহর কলকাতায় বহুতল ভেঙে বিপত্তি। এবার মেয়র ফিরহাদ হাকিমের এলাকাতেই ঘটেছে এই ঘটনা। ফিরহাদ হাকিমের পাড়ায় একটি বহুতলের একাংশ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। কাকভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

গতকাল রাতে দমদমে নির্মিয়মাণ বহুতল থেকে চাঙড় ভেঙে পড়ে মারা গেলেন এক জন। এই নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায়। প্রমোটারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বাসিন্দারা। সেখানে বেশি লোক নাথায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় এক ঠিকা শ্রমিককে আটক করেছে পুলিশ।

দমদমের ঘটনার রেশ কাটতে না কাটতেই কাকভোরে ভেঙে পড়ে চেতলায় এক বহুতলের একাংশ। ভোর পাঁচটা নাগাদ তীব্র শব্দ পান বাসিন্দারা। বাড়ির বাইর বেরিয়ে এসে তাঁরা দেখেন একটি বহুতলের একাংশ ভেঙে পড়েেছ। যদিও বাড়ির সেই অংশে কেউ থাকতেন না বলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

রাস্তার ধারে হলেও কাকভোরে দুর্ঘটনাটি ঘটায় সেসময় সেখানে তেমন কোনও যান চলাচল করছিল না। সেকারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা সেখানে এসে জড়ো হতে শুু করেছেন। ইতিমধ্যেই পুরসভাকে খবর দেওয়া হয়েছে। খোদ মেয়রের এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দমদমের শরৎ কলোনিতে নির্মিয়মাণ বাড়িতে চাঙড় ভেঙে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। তারপকরে আবার পিকনিক গার্ডেনেও একটি নির্মিয়মাণ বাড়ির বহুতল থেকে চাঙড় ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। পর পর এই ধরনের ঘটনায় উত্তেজনা বাড়ছে। বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গার্ডেনরিচে নির্মিয়মাণ বহুতল বেআইনি ভাবে নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে মেয়র থেকে মুখ্যমন্ত্রী সকলের সামনেই বিক্ষোভ দেখান। মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়ে স্বীকার করে নিয়েছিলেন যে বেআইনি নির্মাণের কারণেই বহুতলটি ভেঙে পড়ে।

দোতলার বাড়ির বিতে পাঁচতলার বাড়ি তৈরি করা হচ্ছিল। তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী নির্দেশে প্রোমোটার সহ অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ করেছেন বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *