বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::আরও দু’টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন চেয়ারম্যান বিমান বসু। জোট নিয়ে চলা অসন্তোষ চলছে। এর মধ্যেই শুক্রবার ফ্রন্টের দীর্ঘ বৈঠক হয়। আর এই বৈঠক শেষে বাংলার আরও দুই লোকসভা আসনের জন্য প্রার্থী ঘোষণা করলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সেই তালিকায় হুগলির আরামবাগ এবং ঝাড়গ্রাম আসন রয়েছে।

 

এই দুই আসনই বামেদের অন্যতম শক্তঘাঁটি। আর তাই আরামবাগ লোকসভা আসন (Lok Sabha Election 2024) থেকে প্রার্থী করা হয়েছে বিপ্লব কুমার মৈত্রকে। ঝাড়গ্রামে প্রার্থী করা হয়েছে সোনামণি টুডুকে। বিপ্লব কুমার মৈত্র খানাকুলের প্রাক্তন সিপিএম বিধায়ক বংশীবদন মৈত্রের বড় ছেলে। সোনামণি টুডুকে দীর্ঘদিনের সক্রিয় কর্মী।

বলে রাখা প্রয়োজন, এর আগে তিন দফায় ২১টি আসনে প্রার্থী ঘোষণা ঘোষণা করেছে বামেরা। নবীন এবং প্রবীনের মেলবন্ধন দেখা গিয়েছে বামেদের প্রার্থী তালিকায়। এবারও তার অন্যথা হল না। দুজনেই একেবারে নতুন মুখ। প্রথমবার নির্বাচনের ময়দানে। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আশা, অন্যান্য কেন্দ্রের মতোই হুগলির আরামবাগ এবং ঝাড়গ্রাম আসনেও ভালো ফল হবে বামেদের।

অন্যদিকে আগামী লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কংগ্রেসের সঙ্গে সমঝোতার কথা বলে আসছেন আলিমুদ্দিনের ম্যানেজাররা। যদিও তা নিয়ে জট রয়েছে। বাম এবং কংগ্রেস বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করছে। যদিও এদিন কোচবিহার নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান।
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে এই কোচবিহার আসনে প্রার্থী দিয়েছে বামেরা। পালটা ওই কেন্দ্র কংগ্রেসও প্রার্থী দিয়েছে। ফরওয়ার্ড ব্লক সেখানে প্রার্থী দিয়েছে। এই অবস্থায় চাঞ্চল্যকর মন্তব্য বিমান বসুর। বলেন, ওই আসনে একে অন্যের বিরুদ্ধে লড়াই হবে। এটা ঠিক না। কোচবিহার নিয়ে ভাবুন। কংগ্রেসকে বার্তা ফ্রন্ট চেয়ারম্যানের।

বলে রাখা প্রয়োজন, আগামই ১৯ এপ্রিল প্রথম দফার ভোট (Lok Sabha Election 2024)। ভোট হবে বাংলাতেও। প্রথম দফাতেই কোচবিহারে নির্বাচন। মনোনয়ন প্রত্যাহারের সময় সামনেই। এই অবস্থায় ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বার্তা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এছাড়াও একাধিক আসন নিয়ে এখনও রয়েছে জটিলতা। আর তা কীভাবে সমাধান তা স্পষ্ট নয়।

এর মধ্যেই সম্ভবত ডায়মণ্ডহারবার লোকসভা কেন্দ্র প্রার্থী হচ্ছেন আইএসএফ বিধায়ক নৌসদ সিদ্দিকি। এদিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ডায়মণ্ড হারবারে লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছি। আগামই ২ থেকে ৩ দিনের মধ্যে ডায়মন্ড হারবার থেকে লড়ার অনুমোদন দল দেবে বলেই মন্তব্য করেছেন আইএসএফ বিধায়কের। তাঁর দাবি, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার হারবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *