বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::বিহারে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা চূড়ান্ত। আরজেডি, কংগ্রেস ও বামেরা আসন সমঝোতা করে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। আরজেডি ২৬ টি আসনে লড়বে। বাকি আসনে লড়াই করবে বাম ও কংগ্রেস।

রাজ্যে ৪০টি লোকসভা আসন আছে। আর সেই লোকসভা কেন্দ্রেগুলিতে লড়াইয়ের জন্য আসন সমঝোতা চলছিল। একাধিক বৈঠক হয়। ২৯ মার্চ এই বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। মহাজোটের বিষয়ে বার্তাও দেওয়া হয়েছে।

পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বামেরা। নটি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। আর ২৬ টি আসনে লড়াই করবে রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন। ২৮ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। পরের দিনই এই মহাজোটের পক্ষে বার্তা দেওয়া হল।

রাজ্য আরজেডি সদর দফতরে এই ঘোষণাটি হয়। আরজেডি, কংগ্রেস এবং তিনটি বাম দল রাজ্যে মহাজোট গঠন করেছে। প্রবীণ আরজেডি নেতা আবদুল বারী সিদ্দিকী এই ঘোষণা করেন। বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব এদিন উপস্থিত ছিলেন না। যদিও উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস প্রধান অখিলেশ প্রসাদ সিং।
গত লোকসভা নির্বাচনে, কংগ্রেস নয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। একমাত্র কিষাণগঞ্জ আসনে জিতেছিল তারা। এনডিএ বাকি ৩৯ টি আসন জিতেছিল। সেই কারণে এবার আরও বেশি মহাজোটের আসন সমঝোতার দাবি উঠেছিল।

পূর্ণিয়া, ঔরঙ্গাবাদ, গয়া, জামুই, নওয়াদা, সরণ, পাটলিপুত্র, বক্সার, উজ্জিয়ারপুর, জেহানাবাদ, দরভাঙ্গা, বাঙ্কা, আরারিয়া, মুঙ্গের, সীতামারহি, ঝাঁঝাড়পুর, মধুবনি, সিওয়ান, সেওহর, বৈশালীপুর, হাবিউলপুর , বাল্মীকিনগর, পূর্ব চম্পারণ, মধ্যপুরা, গোপালগঞ্জ এই ২৬ টি আসনে আরজেডি লড়াই করবে।

কিশানগঞ্জ, কাটিহার, সমষ্টিপুর, পাটনা সাহেব, সাসারাম, পশ্চিম চম্পারন, মুজাফফরপুর, ভাগলপুর, মহারাজগঞ্জ। এই নটি আসনে কংগ্রেস প্রার্থী দেবে। আর বাকি পাঁচটি আসন, যথাক্রমে ভোজপুর (আরা), নালন্দা, কারাকাত, বেগুসরাই, খাগরিয়ায় লড়বে বামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *