বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে! আগামই ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন। ইতিমধ্যে কেন্দ্র এবং রাজ্যে একাধিক এজেন্সিকে ময়দানে নামানো হয়েছে। বাংলা সহ দেশের একাধিক রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে (Central Force)।

এবার আরও এক পদক্ষেপ। Exit Poll -এর উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন (Election Commission of India) । ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল অর্থাৎ প্রথম দফার নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন সকাল ৭ টা থেকে Exit Poll এর উপর নিষেধাজ্ঞা জারি হবে।

যা বলবত থাকবে ১লা জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত। অর্থাৎ ১লা জুন শেষ এবং সপ্তম দফার নির্বাচন হবে দেশে। আর এই সময়সীমার মধ্যে সমস্ত লোকসভা কেন্দ্রে এক্সিট পোল প্রকাশ এবং সম্প্রচার নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে (Election Commission of India) ।

পাশাপাশি সমস্ত রাজ্যে নির্বাচনের ৪৮ ঘন্টা আগে ওপিনয়ন পোল বা অন্য কোনও সমীক্ষা সম্প্রচারে নিষেধাজ্ঞা থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে ভোটের মুখে বেআইনি টাকা উদ্ধারে বড় সাফল্য পেল কমিশন। টাকার অপব্যবহার রুখতে কমিশন পদক্ষেপ নেবে। আগেই জানিয়ে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
সেই মতো কেন্দ্র এবং রাজ্যের ২২টি সংস্থা গতকাল দিনভর অভিযান চালায় রাজ্যের বিভিন্ন জায়গা। দীর্ঘ এই অভিযানে আট কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংও চলছে।

কার্যত সীমান্তও সিল করে দেওয়া হয়েছে। নাকা চেকিংও চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে। আর এই দীর্ঘ তল্লাশিতে নগদ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ভোটের মুখে যা বড় সাফল্য হিসাবে দেখছে নির্বাচন কমিশন। তবে আগামিদিনে তল্লাশি অভিযান আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *