বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠল হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ”মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গেছে।”
অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল ময়নায় চন্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রাক্তন বিচারপতি ও তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রথমে চন্ডীমাতার মন্দিরে পুজো দেন।
গতকাল প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলির নামে পোস্টার পড়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে । পোস্টার পড়ার প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি বলেন ব্যঙ্গচিত্র করে যারা খুশি তারা করুন,কাউকে বাধা দেওয়া উচিত নয়।আমি এরকম বলবো না যারা ব্যঙ্গচিত্র করছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়া হোক।
আমাদেরকে গণতন্ত্রের ভালো খারাপ সবকিছু নিয়েই চলতে হবে। অপরদিকে মুখ্যমমত্রীর প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি বলেন যদি নির্বাচন কমিশন জানতে চায় এই বিষয়ে উত্তর দিয়ে দেবো। মুখ্যমন্ত্রী মানে তার দলএর কথা বলেছি,তার দলের সময় ঘনিয়ে এসেছে।
এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একাধিক মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি তাঁকে প্রার্থী করেছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু। কাজেই সহজ টক্কর নয়। বেশ কসরত করতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। দেরিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কিন্তু আগেই সেখানে গিয়ে প্রচাের নেমে গিয়েছিলেন তিনি।