বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: সারা দেশে যখন লোকসভা নির্বাচনের প্রচার চলছে, সেই সময় বিহারে জনসুরাজ যাত্রায় ব্যস্ত প্রশান্ত কিশোর। মাঝে মধ্যে সাংবাদিক সম্মেলন করে রাজনীতিতে তাঁর প্রাসঙ্গিকতা বোঝাতে চাইছেন।
এদিন তিনি বলেছেন, বিহার ও দেশের রাজনীতিতে পরিবারবাদ কুষ্ঠ রোগের মতো। যা গণতন্ত্রকে শূন্য করে দিচ্ছে।
প্রশান্ত কিশোর বলেছেন রাজনীতিতে পরিবারবাদ আজকের সমস্যা নয়। ১৯৭৫ সালে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনে পরিবাদ ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেছেন, এটা কোনও এক দলের ইস্যু নয়, এটা কংগ্রেস, বিজেপি, আরজেডি-সহ প্রায় সব দলেরই ইস্যু।
এব্যাপারে তিনি বিজেপিকে নিশানা করে বলেন, এখন বিহার বিজেপির অধ্যক্ষের বাবা ছিলেন কংগ্রেস সরকারের মন্ত্রী ও বিধায়ক। লালু যাদবের সময় এমন কী নীতীশ কুমারের সময়ও তিনি বিধায়ক ও মন্ত্রী হয়েছেন। আর বিজেপি শক্তিশালী হতেই সেখানে ছেলেও ক্ষমতা পেয়েছেন।
প্রশান্ত কিশোর বলেছেন, তিনি গ্রামে গ্রামে ঘুরে এটাই বলতে চাইছেন। গত ত্রিশ বছরে বিহারে যতজন সাংদ-বিধায়ক হয়েছে, তার তালিকা তৈরি করলে দেখা যাবে, তেরো কোটি লোকের হিসেবে সাড়ে তিন কোটি পরিবার। তার মধ্যে থেকে সাড়ে বারোশো পরিবার থেকে সাংসদ-বিধায়ক হয়েছেন। এটা পরিবারবাদের জন্য হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মানুষ একটি দলকে ছেড়ে আরেকটি দলকে নির্বাচন করছে। কিন্তু দলের তরফে যে নেতা সুযোগ পাচ্ছেন, সেই নেতার পরিবারের লোকই সাংসদ-বিধায়ক হয়ে যাচ্ছেন। তাঁরাই সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, সেই কারণে বিহারে রাজনীতিতে পরিবারবাদ গণতন্ত্রের সব থেকে বড় চ্যালেঞ্জ। সেখানে কোনও দল অচ্ছুত নয়। তবে তিনি এখানে বিহার বাদ দিয়ে অন্য কোনও রাজ্যের কথা উল্লেখ করেননি।
প্রসঙ্গত এর আগে আসন্ন নির্বাচন নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছেন প্রশান্ত কিশোর। সেই তালিকায় যেমন সারা দেশে বিজেপির ফল রয়েছে, আবার পশ্চিমবঙ্গে সম্ভাব্য ফলও রয়েছে। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপির তথা প্রধানমন্ত্রী মোদীর ৩৭০ আসন জয়ের স্বপ্ন পূরণ করা কঠিন। এমন কী এনডিএ জোটের ৪৪০ আসন জয়ের লক্ষ্য অর্জনও কঠিন। প্রসঙ্গত প্রধানমন্ত্রী বিজেপির জন্য ৩৭০ আসন এবং এনডিএ-র জন্য ৪০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধেছেন।
অন্যদিকে প্রশান্ত কিশোর বলেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি আশ্চর্যজনক ফল করবে। তিনি স্পষ্টত বলেছেন, কোনও ভবিষ্যদ্বাণী করতে না চাইলেও, পশ্চিমবঙ্গে বিজেপির ফল তৃণমূলের থেকে ভাল হবে। তারা বাংলায় তৃণমূলের থেকে বেশি আসন পাবে। প্রশান্ত কিশোরের এই মত বাংলায় তৃণমূলের কর্মী সমর্থকদের খুশি করতে পারেনি।