বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: গার্ডেনরিচে নির্মিয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকে বেশ চাপে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। লোকসভা ভোটের আগে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা এই সুযোগে শাসক দলকে আক্রমণ শানিয়ে চলেছেন।
বেআইনি বাড়ি নির্মাণের মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। কলকাতা সহ একাধিক জায়গায় বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। আজও গার্ডেনরিচে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশের উপস্থিতিতে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হলেও স্থানীয়রা প্রতিবাদ জানাতে শুরু করেন।
এদিকে কলকাতায় বেআইনি বাড়ির বিরুদ্ধে চলা সাংবাদিক বৈঠকের মাঝে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলীকে ফোন করলেন মেয়র ফিরহাদ হাকিম। দুপুর ২.২৫ মিনিটে ফোনটি আসে। তখন লাইভ সাংবাদিক বৈঠক করছিলেন অশোকবাবু। কথা হয় দু’জনের। অশোকবাবু পরে বলেন, তাঁর জীবনে এরকম ঘটনা আগে ঘটেনি। কোনও কোনও সাংবাদিক বৈঠকে বাড়ির লোকে ফোন করেছেন।
তবে কোনও সরকারি উঁচু পদে থাকা কেউ তাঁকে সাংবাদিক বৈঠকের মাঝে এর আগে ফোন করেননি। বিষয়টাতে তিনি কিছুটা অবাক হয়েছেন। অশোকবাবুর বক্তব্য অনুযায়ী, মেয়র তাঁকে জানান, বেআইনি বাড়ি হয়েছে বাম আমলে। বিচারপতি তাঁকে বলেন, তাহলে সেগুলি ভেঙে দেন নি কেন?,