বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজকে রঙের দিনে ওয়ার্ডে বয়ষ্কদের সন্মানিত করলেন শিলিগুড়ির 14 নং ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত। আজ তিনি তার নিজের ওয়ার্ডের প্রবীন নাগরিকদের বাড়িতে গিয়ে তাদের প্রনাম করে তাদের সন্মানিত করলেন। এটা একেবারেই আলাদা ঘটনা।
আমাদের সবাইকে ভাবতে হবে সমাজের বয়ষ্ক মানুষের নিয়ে। তাদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে এবং সেটাই আগামী ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। তারা আমাদের চাইতে বয়োসে অনেক বড় এবং তারা জানেন কিভাবে কি করতে হবে। আজকের দিনটিতে তাদের জন্য একটু আলাদা করেই ভাবলাম। যেটুকু পেলাম আমাদের ভবিষ্যতে কাজে লাগবে বলে জানান 14নং ওয়ার্ড কাউন্সিলার। আজ সকালে তিনি তার ওয়ার্ড কমিটির সদস্যদের নিয়ে গোটা ওয়ার্ড প্রদক্ষিন করেন। উপস্থিত ছিলেন সভাপতি কমল কুমার কর্মকার এবং সম্পাদক বিশ্বময় ঘোষ। এছারাও উপস্থিত ছিলেন 14নং ওয়ার্ড কমিটির সকল সদস্যরা। এদিন বাড়িতে বাড়িতে গিয়ে বয়ষ্কদের সন্মানিত করা হয় এবং তাদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। গোটা ওয়ার্ড থেকে বেছে বেছে কয়েকজনকে এই সন্মান দেওয়া হল বলে জানান ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত। তিনি আরো জানান এটা একেবারেই অন্য ধরনের উদ্যেগ যেটা আমাদের ভাবনার মধ্যে ছিল। আশাকরি সবার ভালো লেগেছে বলে জানান তিনি।