বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কিছুক্ষন আগেই বাগডোগরা বিমানবন্দরে নামলেন বিজেপী প্রার্থী রাজু বিস্তা। আজ তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে প্রথমেই ধন্যবাদ জানালেন গোটা দার্জিলিং এর মানুষকে।
তিনি জানালেন এই পাচ বছরে আমি যে ভালোবাসা পেয়েছি দার্জিলিং এবং সমতলের মানুষের কাছ থেকে সেটা আমি ভুলে যেতেই পারি না। তারা যেভাবে আমাকে সমর্থন করে গেছেন এবং আমার জন্য গলা ফাটিয়ে গেছেন আমি ধন্য সেই মানুষগুলোর জন্য যাদের কারনে আমি আবার পুন নির্বাচিত হয়েছে। তিনি বিমানবন্দরে সমর্থকদের উদ্দেশ্য করে জানান আপনারাই আমার আসল শক্তি। আমি প্রতি মূহুর্তে আপনাদের ভালোবাসা অনুভব করি। আমি জানি আপনাদের এই অদৃশ্য ভালোবাসা আমার শক্তিকে শুধুমাত্র বাড়িয়েই তোলে নি, আমার মনে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে। আপনাদের কাছ থেকে যে শক্তি আমি পেলাম সেটা আমাকে ভবিষ্যতে আরো সাহস যোগাতে সাহায্য করবে। এই ভালোবাসা এবং এই বিশ্বাস নিয়েই আমি আবার লড়াইএর ময়দানে নামবো। এদিন শিলিগুড়িতে রাজু বিস্তার একটা র্যালি হবার কথা এবং র্যালি শেষে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরে পাহাড়ে উঠবেন রাজু বিস্তা। এবং ভোটের আগের পরিকল্পনা স্থির করবেন বলে খবর পাওয়া গেছে। এদিন রাজু বিস্তাকে অভিনন্দন জানাতে বিমানবন্দরে যান বিজেপী বিধায়ক শিখা চ্যাটার্জী এবং অগনিত বিজেপী সমর্থকেরা।