বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: জেলা সভাপতি পাপিয়া ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে শিলিগুড়ির একটি মন্দিরে পূজো দিলেন। জানালেন এবারের তৃণমূল সমর্থিত প্রার্থীর জয়ের সম্ভাবনা আছে প্রচণ্ডভাবে।
কারন এখনো বিরোধী দলগুলি একেবারেই প্রচার শুরু করে উঠতে পারেন নি। আসলে বিজেপী সবসময় অপেক্ষায় থাকে কবে তৃণমূল কংগ্রেস থেকে কে দল ছাড়বে আর তাকে তারা নিয়ে প্রার্থী করবে। কারন ওদের নিজেদের বলতে কিছুই নেই। অন্য দলের উপরে নির্ভর করে নির্বাচনের ময়দানে নামতে চায় ওরা। আর প্রতিবারই পরাজয় ওদের সামনে চলে আসে। আসলে এবারও একই ঘটনা ঘটবে। তৃণমূল এবারের লোকসভা নির্বাচনে বিপুল আসনে জয়ী হবে।জানালেন জেলা সভাপতি নিজেই। জেলা সভাপতির সাথে এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলার সকল সদস্য এবং মহিলা কর্মীরা।