বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সত্তরের দশক থেকে বাংলায় নির্বাচনে রক্তপাত হয়ে চলেছে। গত পঞ্চায়েত নির্বাচনে তা চূড়ান্ত জায়গায় পৌঁছায়।
সব দিক বিবেচনা করে এবার সতর্ক নির্বাচন কমিশন। এবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনও সাত দফাতেই আয়োজন করছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যে পশ্চিমবঙ্গে সাত দফাতেই নির্বাচন হচ্ছে। বাংলা ছাড়াও উত্তর প্রদেশ ও বিহারেও সাত দফাতেই ভোট হবে। ভোটগ্রহণ পর্ব শুরু হবে ১৯ এপ্রিল থেকে। ১৯ এপ্রিল প্রথম দফায় নির্বাচন। এরপর দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২৬ এপ্রিল। তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭ মে। চতুর্থ দফার ভোটগ্রহণ হবে ১৩ মে। ২০ মে হবে পঞ্চম দফায় ভোটগ্রহণ। ২৫ মে হবে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব এবং ১ জুন হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে ৪ জুন।
এখনো পর্যন্ত জানা গেছে, বাংলায় ভোটের শুরু উত্তরবঙ্গ থেকে। ১৯ এপ্রিল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভোট। ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট। ৭ মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট। ১৩ মে বহরমপুর, কৃষ্ণনগর, নারাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূমে ভোট। ২০ মে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, শ্রীরামপুর, হুগলি, উলুবেড়িয়া, আরামবাগে ভোট। ২৫ মে তমলক, কাঁথি, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোট। ১ জনু দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরে ভোট।