বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। বিকেল তিনটের সময় লোকসভা ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। যা খবর, বাংলায় অন্তত সাত দফায় ভোট হতে পারে বলে খবর।
যদিও একদফাতেই ভোট করানোর দাবি জানিয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুধু তাই নয়, বাংলা থেকে ঠিক কতগুলি আসন তৃণমূল পাবে তাও এদিন ভবিষ্যৎবানী করেছেন।
পাশাপাশি বিজেপি সহ বিরোধীদের ফলাফল নিয়েও তাৎপর্যপূর্ণ ইঙ্গিত তৃণমূল মুখপাত্রের (Kunal Ghosh) মুখে। আজ শনিবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল ঘোষ। যেখানে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন তিনি। শুধু তাই নয়, বাংলায় যাতে একদফাতে ভোট (Lok Sabha Election 2024) হয় সেই দাবিও জানিয়েছেন কুণাল ঘোষ।
বলেন, আমরা 8 দফায় ভোট দেখেছি। কি হয়েছে! আমরা চাই এক দফায় ভোট হোক। বাংলা শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক ভোটের পরিস্থিতি তৈরি আছে বলেও মন্তব্য তৃণমূল নেতার। শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল অন্তত ৩০ থেকে ৩৫ টি আসন পাবে নিশ্চিত। তবে ৪২ টি লোকসভাকে টার্গেট করেই তাঁরা এগোচ্ছেন বলেও এদিন মন্তব্য করেছেন কুণাল।
অন্যদিকে বিরোধীদের ফলাফল নিয়েও গুরুত্বপূর্ণ দাবি তাঁর। বলেন, এবারও কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে। বিজেপিকে কীভাবে তিন থেকে চারটি আসনের মধ্যে আটকানো যায় তা ভোটের দিন দেখা যাবে বলেও ইঙ্গিত শাসকদলের মুখপাত্রের মুখে। তবে কোনও সমীক্ষা মিলবে না। বিজেপিতে যারা টিকিট পায়নি তাঁরা যোগাযোগ করছেন, তৃনমূলের সঙ্গে কাজ করতে চান বলে আবেদন জানাচ্ছেন বলেও এদিন দাবি করেছেন কুণাল ঘোষ। ফলে বাংলা থেকে তৃণমূল পুরোদস্তুর জিতবে বলেই দাবি তাঁর।
যদিও কুণাল ঘোষের এহেন দাবি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। পঞ্চায়েত ভোট থেকে সন্দেশখালি, একের পর এক জায়গায় কীভাবে হিংসা হচ্ছে তা তুলে ধরে তৃণমূলকে পালটা আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, উনি স্বপ্ন দেখছেন। পঞ্চায়ের ভোটের কীভাবে হিংসা হয়েছে তা ভুলে গিয়েছেন।
পাশাপাশি সন্দেশখালির ঘটনাকে মনে করিয়েও এদিন তৃণমূলকে আক্রমণ শানান বিজেপি নেতা। কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন সিপিএম নেতা তথা দমদমের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। বলেন, উনি এই সব না বললে পোস্ট থাকবে না। বামেরা শূন্য এটা ঠিক। কিন্তু সন্ত্রাস যেভাবে হয়েছে বাংলার মানুষ তা ভোলেনি।