বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:: নির্বাচন কমিশন বসেছেন সাংবাদিক সম্মেলনে। এখনো পর্যন্ত বিস্তারিত না জানালেও এইটুকু জানা গেছে যে ভোট শুরু হতে চলেছে ১৬ এপ্রিল।

ভোট শেষ হওয়ার পড়ে ফল প্রকাশ পেতে পেতে হয়তো মে মাসের দ্বিতীয় সপ্তাহ। যেটুকু জানা গেছে যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দফায় ভোট হবে।

বিস্তারিত খবরের জন্য আমাদের নিউজের দিকে লক্ষ রাখুন।

নির্বাচন কমিশনার প্রথমেই বলেন, এ বছর রক্তহীন নির্বাচন চাই। তাদের কয়েকটি কড়া নির্দেশ –
* লোকসভা নির্বাচনের প্রচারে কোনওভাবে শিশুদের ব্যবহার করা যাবে না।
* সংবাদমাধ্যমকেও নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। কোনও বিজ্ঞাপন হলে, তা জানিয়ে দিতে হবে।
* ইস্যু ভিত্তিক প্রচার হোক, কিন্তু ঘৃণামূলক মন্তব্য, ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা চলবে না।
* এবারের নির্বাচনে নয়া নিয়ম- রাজ্যের হাতে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করার ক্ষমতা দেওয়া হচ্ছে। তথ্য যাচাই করা হবে। নিজেরাও সতর্ক হন। যাচাই না করে শেয়ার করবেন না।
* কোনও বিনামূল্যে উপহার দেওয়া চলবে না। টাকা, মদ, শাড়ি, প্রেসার কুকারের মতো জিনিস দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করলেই কড়া পদক্ষেপ।
* রাজ্যে হেলিকপ্টার অবতরণম করে, সেখানেও চেকিং হবে। রেল ও সড়কপথেও কড়া নজরদারি চালানো হবে।
* নির্বাচনী ডিউটিতে সরকারি কর্মীদের ব্যবহারের ক্ষেত্রেও কড়া নিয়ম। চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা যাবে না নির্বাচন সংক্রান্ত কোনও কাজে।
* নির্বাচনে হিংসার কোনও জায়গা নেই। লোকসভা নির্বাচনে যেন রক্তগঙ্গা না বয়, তা নিয়ে কড়া সতর্কবার্তা মুখ্য নির্বাচন কমিশনারের।

বিস্তারির নির্ঘান্ট একটু পরেই আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *