বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: নির্বাচনী বন্ড নিয়ে আরও কড়া নির্দেশ দিল শীর্ষ আদালত। কোনও তথ্য গোপন করা যাবে না। কোন পার্টি কার কাছ থেকে কত টাকা নির্বাচনী অনুদান পেয়েছে সেটা স্পষ্ট করে জানাতে হবে এসবিআইকে। আগামী ১৮ মার্চের মধ্যে সেই নির্দেশ কার্য করতে হবে। অর্থাৎ যাবতীয় তথ্য প্রকাশ করতে হবে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।

গতকাল নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করেছিল এসবিআই। তাতে কোন সংস্থা কত টাকা দিয়েছে তার তথ্য জানানো হয়েছিল। কিন্তু সেই টাকা কোন রাজনৈতিক দলকে কে দিয়েিছল তার কোনও তথ্য প্রকাশ করেনি এসবিআই। তাই সেই তথ্যে সন্তুষ্ট নয় শীর্ষ আদালত। ইলেক্টোরাল বন্ড নিয়ে সব তথ্য প্রকাশ করতে হবে। অর্থাৎ কোন কোম্পানি কোন রাজনৈতিক দলকে কতটাকা দিয়েছে তার তথ্য জানাতে হবে।

আগামী ১৮ মার্চের মধ্যে সেই তথ্য জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। গতকালস এসবিআইয়ের পক্ষ থেকে নির্বাচনী বন্ড নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে সন্তুষ্ট হয়নি আদালত। কোন পলিটিকার পার্ট কোন সংস্থার কাছ থেকে কত টাকা অনুদান পেেয়ছে সেই তথ্য জানতে চায় আদালত। সেই তথ্য পেশের জন্য নোটিস পাঠানো হয়েছে এসবিআইকে। এবং ১৮ মার্চের মধ্যে সেই তথ্য পেশ করতে বলা হয়েছে।

বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি জেপি পারডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রার নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। আইনজীবী কপিল সিবল এবং আইনজীবী প্রশান্ত ভূষণের আবেদনের প্রেক্ষিতেই এসবিআইকে এই নোটিস দেয় আদালত। আগামী ১৮ মার্চ ফের মামলার শুনানি রয়েছে।

নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রকাশ করেছে। এসবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই যাবতীয় তথ্য পেশ করা হয়েছে। দুই দফায় নির্বাচন কমিশনকে সেই তথ্য দিয়েছে এসবিআই। গত ১২ মার্চ সুপ্রিম কোর্ট এসবিআইকে নির্দেশ দিয়েছিল যে যত দ্রুত সম্ভব তারা যেন ইলেক্টোরাল বন্ডের যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে জানায়। এবং নির্বাচন কমিশন সেই তথ্য তাঁদের ওয়েবসাইটে যেন প্রকাশ করে। ১৫ মার্চ বিকেল ৫টার মধ্যে সেই তথ্য প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনেই গতকাল নির্বাচন কমিশনকে দুই দফায় যাবতীয় তথ্য জানায় এসবিআই এবং কমিশন তাঁদের ওয়েব সাইটে সেই তথ্য প্রকাশ করে।

কিন্তু তাতে কেবল ইলেক্টোরাল বন্ড কোন কোম্পানি দিয়েছে তার তথ্য পেশ করা হয়েছেষ। যেমন গ্রাসিম ইন্ডাস্ট্রি, মেঘা ইঞ্জিনিয়ারিং, পিরামল এন্টারপ্রাইজ, টরেন্ট পাওয়ার, ভারতী এয়ারটেল, ডিএলএফ কমার্শিয়াল ডেভলপার্স, ভেদান্তা লিমিটেডষ অ্যাপোলো টায়ার্স, লক্ষ্মী মিত্তল, এডিলআয়াইস, পিভিআর, কেভেন্টার, সুলা ওয়াইন, ওয়েলস্পান, সান ফার্মার নাম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *