বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ২০২৪-র লোকসভা ভোট কবে থেকে। অবশেষে সেই দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ শনিবারই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে। জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার এই নিয়ে বৈঠকে বসেছিলেন তাঁরা। তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ জানানো হয় আগামীকালই দিন ঘোষণা।

আগামীকাল বিকেল ৩টের সময় সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের দিন ঘোষণা করা হবে। সেই সঙ্গে ঘোষণা করা হবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটের দিনও। প্রসঙ্গত উল্লেখ্য একদফায় রাজ্যে ভোট করানোর দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। অশান্তির আশঙ্কায় প্রতিবার সবচেয়ে বেশি দফায় ভোট হয় পশ্চিমবঙ্গে। এবার কত দফায় ভোট হবে সেটাই দেখার।

এদিকে মোদী সরকার রাষ্ট্রপতির কাছে এক দেশ এক নির্বাচনের প্রস্তাব পেশ করেছে। লোকসভা ভোটের সঙ্গে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের ভোটের দিন ঘোষণার মধ্য দিয়ে কি বিজেপি সরকার সেই পথে পা বাড়াবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এদিকে সব রাজনৈতিক দলই ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এবার ৪০০ আসনে ভোটে জেতার দাবি করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *