বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক! উঠে যাচ্ছে টেস্ট। আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নয়া পদ্ধতিতে পরীক্ষা হবে। আর তা হবে সেমিস্টার পদ্ধতিতে। ইতিমধ্যে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে তবে উচ্চ মাধ্যমিকে প্রথম সেমিস্টার হবে ওএমআর শিটে। এমনটাই জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর এই সেমিস্টার সিস্টেম (WBCHSE Board Exam) চালু হওয়ার কারনে টেস্ট পরীক্ষা বলে আর কিছু থাকল না।
সাংবাদিক বৈঠকে সভাপতি (WBCHSE Board Exam) এদিন চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, প্রথম সেমেস্টার উচ্চ মাধ্যমিক হবে ওএমআর শিটে। থার্ড এবং চতুর্থ সেমিস্টার হবে কমন অ্যাডমিট কার্ডে। তবে একাদশ শ্রেনির পরীক্ষার দায়িত্ব স্কুলের ওপর থাকবে বলে জানানো হয়েছে। দুটি সেমিস্টার একাদশ শ্রেনিতে। দ্বাদশ শ্রেণিতে আরও দুটি সেমিস্টার হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, নভেম্বর মাসে একাদশের প্রথম ও দ্বাদশের তৃতীয় সেমেস্টার হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে মার্চ মাসে একাদশের দ্বিতীয় ও দ্বাদশের চতুর্থ সেমিস্টার হবে বলেও জানা গিয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই প্রসঙ্গে আরও বলেন, যারা একাদশ শ্রেণিতে ভর্তি হবেন ২০১৪ সালে তাঁরাই উচ্চ মাধ্যমিক নয়া ব্যবস্থায় দেবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম সেমেস্টার হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে সিলেবাস আমূল পরিবর্তন হবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে। সম্প্রতি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করে। আর সেই বৈঠকে সিলেবাস বদলের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুধু দ্বাদশ নয়, একাদশ শ্রেনির সিলেবাসও বদলে যাচ্ছে এর ফলে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ৬২টি বিষয় আছে, সেগুলির প্রতিটি বিষয়ের সিলেবাসই পালটে যাচ্ছে। তবে কোনও বিষয়ের ক্ষেত্রে ৮০ শতাংশ বদলে যাচ্ছে আবার কোনও ক্ষেত্রে সম্পূর্ণ সিলেবাসেই (WBCHSE Board Exam 2024) বদল আসছে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে।
যার মধ্যে বাংলা এবং ইংরেজির পাঠ্যক্রমের বেশিরভাগটাই বদলে যাবে বলে সূত্রের খবর। নতুন বইতে থাকবে একাধিক নয়া পদ্য এবং কবিতা। জি ২০ সম্মেলনের উপরেও তথ্য থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে যদিও কোনও সরকারি বক্তব্য পাওয়া যায়নি। তথ্য বলছে, দীর্ঘ ১২ বছর আগে উচ্চমাধ্যমিকের সিলেবাসে কিছু বদল আনা হয়েছিল। কার্যত একযুগ বাসে পরীক্ষা এবং সিলেবাসে বদল আসছে।