বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বামেদের সঙ্গে আইএসএফের আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। একাধিক জটিলতা দেখা গিয়েছে গত কয়েকদিন ধরে। এবার আটটি আসনে প্রার্থীর কথা দাবি করল আইএসএফ। এককভাবে আটটি আসনে লড়াই করবে আইএসএফ। এই কথা জানানো হল। কেন্দ্রগুলির নামও জানানো হল জনসমক্ষে।

বারাসত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদহ দক্ষিণ,
মুর্শিদাবাদ আসনে লড়াইয়ের কথা জানাল আইএসএফ। আইএসএফ সভাপতি সামসুর আলি মল্লিক বৃহস্পতিবার এই বার্তা দিয়েছেন।

সিপিএমের তরফ থেকে আজ প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। কংগ্রেসের সঙ্গে সিপিএমের এখনও কোনও আসন সমঝোতা হয়নি। আইএসএফের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে টানাপোড়ন চলছে। এই অবস্থায় এককভাবে আইএসএফ আটটি আসনে লড়তে পারে। এই কথা জানিয়ে দিল দলীয় নেতৃত্ব।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। তিনি কি ওই কেন্দ্র থেকে দাঁড়াবেন? এই প্রশ্ন বহু চর্চিত দক্ষিণ ২৪ পরগনার নেতৃত্ব সেটা আলোচনা করছেন। এই বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একথা দলীয় নেতৃত্ব জানাচ্ছেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান নওশাদ সিদ্দিকী।

যাদবপুর কেন্দ্রটি নিয়েও সিপিএমকে বার্তা দিয়েছেন আইএসএফ নেতৃত্ব। দল যাদবপুর কেন্দ্র সিপিএমকে ছাড়তে পারে। যদি সিপিএমের প্রার্থী হিসেবে বিকাশরঞ্জন ভট্টাচার্য সেখানে দাঁড়ান। তাহলেই এই সিদ্ধান্ত নেবে আইএসএফ। পরিবর্তে বালুরঘাট জয়নগর বা ঝাড়গ্রাম আসনের মধ্যে একটি দিতে হবে তাদের। এই দাবি জানানো হয়েছে।

জোটের স্বার্থে প্রথমে ২০ টি আসন দাবি করেছিল আইএসএফ। তারপর ১৪ টি আসন দাবি করা হয়। তাই নিয়েও টানাপোড়েন চলে।
এখন জোটের স্বার্থে আটটি আসনের কথা বলা হচ্ছে। বামেদের সঙ্গে জোটের পক্ষে আইএসএফ। তবে, তাদের শর্ত না মানলে আজই প্রার্থী ঘোষণা করার পথে হাঁটবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *