বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গরমের রেশ বেড়ে চলেছে। শীতের স্নিগ্ধাতা সকালের দিকে সামান্য থাকলেও বেলা বাড়লেই তা বিদায় নিচ্ছে। প্রাতঃভ্রমণকারীদের ঘাম বের হওয়া শুরু হয়েছে। কিন্তু বাতাসে যে জলীয় বাষ্প আছে তা বেশ বোঝা যাচ্ছে। বুধবার হাওয়া অফিসের বার্তা প্রকাশিত হয়েছে।
হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটাও ঠিক আকাশে মেঘ থাকলেই বৃষ্টির অনুকূল পরিবেশ এখন পর্যন্ত তৈরী হয় নি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে বৃহস্পতি এবং শনিবার বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। তবে আগামীকালের মধ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরী হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার বৃষ্টি হবে। এদিন দুই মেদিনীপুর এর দুই ২৪ পরগনায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। রবিবার পর্যন্ত এভাবেই চলবে। তারপরে বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গের তাপমাত্রা আপাতত একই রকম থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা এই সপ্তাহে কোনো পরিবর্তন হবে না।