বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সোমবার সন্ধ্যায় ভারতের লাগু হয়ে গেছে CAA. স্বাভাবিক কারণেই শুরু হয়েছে বিতর্ক। আজ হাবড়ার জনসভা থেকে CAA র তীব্র বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী। সেই সূত্র ধরেই মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, CAA সংবিধান বিরোধী।

তার কারণ ভারতবর্ষে আইন ছিল যারা অন্য দেশ থেকে আসবেন তাদের ভেরিফিকেশন করে নাগরিকত্ব দেওয়া হবে। যেকোনো ধর্মের মানুষ বিবাহ সূত্রে এদেশে এসেছে। বাংলাদেশী মুসলমানদের অনেকেই বিবাহ সূত্রে এই দেশে এসে বসবাস করছেন । তাদের কি হবে? আজকে যাদের ডিক্লারেশন চাইছে, তাদের পরে ভারতীয় করা হবে। তাহলে এতদিন যার ভোটটা দিয়ে এসেছিল, তারা যদি অবৈধ হয়, তাহলে তাদের ভোট অবৈধ। মতুয়া সম্প্রদায়ের যেসব প্রতিনিধিরা পার্লামেন্টে গেছেন তারা কি সব অবৈধ হয়ে গেল?

নির্বাচনের আগে প্রতিবার বিজেপি কিছু না কিছু একটা করে। কখনো ১৫ হাজার টাকা ব্যাংকে, ২ লক্ষ চাকরি, আচ্ছে দিনের মিথ্যা আশ্বাস দেয়। এবার হলো সিএএ। এটা কোনদিন বাস্তব হবে না। যেসব মতুয়া ভাই রা কালকে নেচেছে, তারা কিসের জন্য নেচেছে তারা নিজেরাই জানেন না। আমরা ভারতীয় হিন্দু মুসলমান মতুয়া আমরা সবাই এদেশেই থাকবো। একটা সময় ছিল যখন বাংলাদেশ অবিচ্ছিন্ন ভারতের অংশ ছিল। তারও আগে আফগানিস্তান ভারতের সঙ্গে ছিল। যদি আফগানিস্তান নিয়ে কথা হয় তাহলে শ্রীলঙ্কাও আছে। ওখান থেকেও প্রচুর মানুষ আমাদের দেশে চলে এসেছে। নির্বাচনের আগে ধর্মকে উসকে দেওয়া হচ্ছে। কোলকাতার মেয়র CAA র তীব্র বিরোধিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *