বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মুহূর্তে বাংলার রাজনৈতিক পরিবেশ বেশ ঘোলা, একদিকে CAA লাগু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার বিরোধিতায় শাসক তৃণমূল। আবার আজকেই প্রধামন্ত্রী ১০টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করেন – যার মধ্যে একটি বাংলার। সেই পরিস্থিতিতেই একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যপাল।
তিনি বলেন -প্রধানমন্ত্রীর নতুন ট্রেন উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের আগে প্রধানমন্ত্রী আম জনতার কথা ভেবে, তাদের প্রাধান্য দিয়ে, তাদের চাহিদার কথা ভেবে রেলকে নিয়ে অনেক কিছু করছেন ও ভাবছেন । ভোকাল ফর লোকাল। এই নীতি নিয়ে কাজ হচ্ছে।
CAA প্রসঙ্গে তিনি বলেন, সি এ এ আইন পার্লামেন্টে আগেই পাস হয়েছিল। কাল যেটা হল সেটা হল এর আনুষ্ঠানিক প্রয়োগ। নোটিফিকেশন এবং লজিক্যাল প্রগ্রেস হল বলা যেতে পারে।
সন্দেশখেলিকে কেন্দ্র করে বাংলা উত্তাল হয়েছিল। তিনি বলেন, বাংলা শান্তি চায়। বাংলার মানুষ শান্তি চায়। তারা শান্তি এবং সম্প্রীতি পাবে। গুন্ডাগিরি বরদাস্ত নয়। তাই সেগুলির দিকে লক্ষ্য রেখেই বাংলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। নির্বাচন শান্তিতে করতে হবে।